বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: নিজের ক্রিকেট জীবন যেন ফিরে পেয়েছি- DC-র অনুশীলনে যোগ দিয়ে টগবগ করে ফুটছেন সৌরভ

IPL 2023: নিজের ক্রিকেট জীবন যেন ফিরে পেয়েছি- DC-র অনুশীলনে যোগ দিয়ে টগবগ করে ফুটছেন সৌরভ

রীতিমতো মাঠে নেমে দিল্লি ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

রোজ ভোরবেলা উঠেই সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালা থেকে সোজা চলে যাচ্ছেন সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে। ৫০ পার করার পরেও তিনি যেন টগবগ করে ফুটছেন। বলেও দিয়েছেন, ‘ক্রিকেট মাঠে ফিরে আসার থেকে আর ভালো কিছু হতে পারে না। আয়ু যেন আরও ১০ বছর বেড়ে গিয়েছে।’

আইপিএল শুরুও হয়নি। কিন্তু দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় এখনই চূড়ান্ত ব্যস্ত। তিনি যেন ফিরে গিয়েছেন ১৫ বছর আগে। নিজের ক্রিকেটার জীবনে। আসলে এখন আবার সেই সকালে উঠেই তিনি মাঠে চলে আসছেন। তার পর কঠোর অনুশীলন। দীর্ঘ দিন পর মাঠে ফিরে ঠিক পুরনো মেজাজে বারবার ধরা দিয়েছেন দাদি। ২০০৮ সালেও তো এটা ছিল মহারাজের রোজনামচা।

এখন অবশ্য ব্যাট হাতে ২২ গজে নেমে খেলা হবে না। তবে তাঁর দায়িত্ব বেশ গুরুত্বপূর্ণ। আগে এক বছর আইপিএলের দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে মেন্টার হিসেবে কাজ করলেও এ বার সৌরভের ভূমিকা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ। শুধু ছেলেদের আইপিএল নয়, মহিলা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি‌ লিগে খেলা দিল্লি দলের যাবতীয় খুঁটিনাটির হিসেব রাখছেন সৌরভই। পাশাপাশি আইপিএলের আগে কোচের ভূমিকা ধরা দিচ্ছেন। কোচ রিকি পন্টিং আসার আগেই কার্যত ক্রিকেটারদের তৈরি করে ফেলেছেন মহারাজ।

আরও পড়ুন: ৪১ বছরেও CSK-এর নেট সেশনে ‘নো-লুক সিক্স’ হাঁকাচ্ছেন মাহি, ভাইরাল সেই ভিডিয়ো

এখন রোজ ভোরবেলা উঠেই বেহালা থেকে চলে যাচ্ছেন সোজা সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে। ৫০ পার করার পরেও তিনি যেন টগবগ করে ফুটছেন। আইপিএলের নয়া ভূমিকা কেমন উপভোগ করছেন জানতে চাওয়া হলে, সৌরভ TV18 বাংলাকে বলেন, ‘এই বেশ ভাল আছি। অন্য কাজের থেকে অনেক ভাল ক্রিকেট মাঠে ফিরে এইভাবে কাজ করা। সেই নিজের ক্রিকেট জীবনের প্রতি মুহূর্ত যেন ফিরে আসছে।’

অথচ বছর খানেক আগে হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচারও করতে হয়েছিল সৌরভের। তবে তিনি কিন্তু এখন পুরো ফিট। স্পষ্ট বলে দিয়েছেন, ‘ক্রিকেট মাঠে ফিরে আসার থেকে আর ভালো কিছু হতে পারে না। আয়ু যেন আরও ১০ বছর বেড়ে গিয়েছে।’

আরও পড়ুন: শ্রেয়স না খেললে KKR অধিনায়ক কে হবেন? নাইটদের পোস্টে লিটনের নাম নিয়ে জল্পনা

সৌরভের বড় দায়িত্ব এখন ঋষভ পন্থের পরিবর্ত খুঁজে বের করা। পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফিট করে তুলতেও তিনি বদ্ধপরিকর। অনুশীলনে প্রায় ৪-৫ ঘণ্টা মাঠেই দাঁড়িয়ে থাকছেন মহারাজ। শুধু দাঁড়িয়ে থাকা নয় প্রতি মুহূর্তে ক্রিকেটারদের সঙ্গে ছুটে গিয়ে কথা বলছেন। মাঠে ক্রিকেটারদের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। মানসিক ভাবে তাতিয়ে রেখেছেন দিল্লির ক্রিকেটারদের। এমনকী ক্রিকেটাররা অনুশীলনের পর কী খাবেন, মাঠের কোন উইকেটে কখন অনুশীলন হবে, কী ধরনের সরঞ্জাম প্রয়োজন, কোন ক্রিকেটারের কোথায় কি সমস্যা, কোথায় চোট কবে কারা দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন- জুতো সেলাই থেকে চণ্ডি পাঠ সবই সৌরভের দায়িত্বে।

ফেব্রুয়ারির শুরুতে কলকাতায় দু’দিনের প্রথম দফার শিবির করেছিল সৌরভের দিল্লি। তার পর সেই মাসের শেষেই আরও দিন তিনেকের অনুশীলন কলকাতায়। এ বার তৃতীয় দফায় কলকাতায় শিবির করছে, দিল্লি ক্যাপিটালস। এই তিন বারের শিবিরের পুরো দায়িত্বই সৌরভ নিজের হাতে সামলেছেন। বুধবার অনুশীলন শেষে‌ আগামিকাল, বৃহস্পতিবার কলকাতা থেকে উড়ে যাবেন দুবাই।‌ আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হিসেবে বৈঠক করবেন। দু’দিনের মধ্যেই ফের ফিরে এসে দিল্লিতে যোগ দেবেন সৌরভ। রাজধানীতে ১৯ তারিখ থেকে শুরু হবে দিল্লি ক্যাপিটালসের চূড়ান্ত পর্যায়ের শিবির। আর ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল। সৌরভ এখন তাই বড় বেশি ব্যস্ত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিশীথের গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন, পুলিশ পাহারায় ছাড়লেন ভেটাগুড়ি 'তোমাকে ছুঁতে পাওয়াটাই…', এমন কমেন্টে কী উত্তর দিলেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি পুরনো আয়কর কাঠামোয় লোকসান হচ্ছে না তো? নয়া স্ল্যাবে কত টাকা দিতে হবে! রইল হিসাব রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর? 'খারাপ স্ত্রী মানেই কু-মাতা নন,' শিশুকে বাবার হাতে দিল না আদালত রাজ্যের ১২টি চিড়িয়াখানাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, তৈরি হয়েছে মাস্টারপ্ল্যান

Latest IPL News

স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.