চলতি আইপিএলের ৫৫ তম ম্যাচে চিপক স্টেডিয়ামে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে এক সহজ জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে তাদের সংগ্রহ করা পয়েন্ট দাঁড়াল ১৫। ফলে প্লে অফে যাওয়া কার্যত তাদের নিশ্চিত সেকথা বলাই যায়। পয়েন্ট তালিকায় আপাতত দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটানস দল। দিল্লির বিরুদ্ধে ২৭ রানের সহজ জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনী। ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে চেন্নাইয়ের জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা।ম্যাচ সেরার পুরস্কার পেয়ে জাদেজা জানালেন এই উইকেটে তাঁরা অনুশীলন করেন। ফলে তাদের জানা রয়েছে এই উইকেটে কোনটা সঠিক লেংথ এবং কোন পেসে বোলিং করলে সমস্যায় পড়বে ব্যাটার।
ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন ' স্পিনার হিসেবে পিচে বল ঘুরলে এবং থমকে থমকে আসলে তা আমাদের কাছে সবসময় এটা আনন্দের। আমরা এখানে (চিপকে) অনুশীলন করি।আমরা জানি কোনটা সঠিক লেংথ এবং পেস। আমরা ঘরোয়া পরিবেশের সুযোগ নিচ্ছি।দলের প্রত্যেকে নিজ নিজ কাজটা ভালো করে করছেন।দলগতভাবে আমরা ও বেশ ভাল খেলছি। সবাই যোগদান না করলে সাফল্য আসত না। '
ব্যাটিং অর্ডারে উপরে ব্যাট করা নিয়ে জাদেজাকে প্রশ্ন করা হলে তিনি জানান ' আমি সবসময়ে ২২ গজে মাহি ভাইয়ের কথা শুনে চলি। যখন ব্যাট করতে নামি তখন এই উন্মাদনা থাকে মাহিকে ঘিরে। এখন আমি যদি উপরে ব্যাট করি তাহলে ওরা(সমর্থকরা) আবার তখন অপেক্ষা করে বসে থাকত কখন আমি আউট হয়ে যাই।দল যতক্ষণ জিতছে এইসব বিষয়ে নিয়ে ভাবার কিছু নেই। আর তাতেই আমি খুশি।' এদিন ম্যাচে জাদেজা ব্যাট হাতে ১৬ বলে ২১ রান করার পাশাপাশি ১৯ রান দিয়ে একটি উইকেট ও নিয়েছেন। তাঁকে বোলিং বিভাগে দারুন সাহায্য করেন পাথিরানা। তিনি ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। ফলে দিল্লি দল জয়ের জন্য ১৬৭ রান তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে ১৪০ রানেই আটকে যায়। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন রিলি রসউ। অক্ষর প্যাটেল ১২ বলে ২১ রান করেন। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে রুতুরাজ গায়রকোয়াড় (২৪), অজিঙ্কা রাহানে (২১),শিবম দুবে (২৫), মহেন্দ্র সিং ধোনি (২০), রবীন্দ্র জাদেজা (২১),আম্বাতি রায়াডু (২৩) শুরুটা ভালো করেও বড় রান করতে ব্যর্থ হন। দিল্লির হয়ে মিচেল মার্শ তিনটি এবং অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন।