শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন। পাওয়া যাবে না শাকিব আল হাসানকেও। স্কোয়াডের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে কেকেআর মরিয়া হয়ে ব্যাকআপের খোঁজে নামে। এই অবস্থায় বুধবার ফ্র্যাঞ্চাইজির তরফে জানিয়ে দেওয়া হয় যে, তারা শাকিবের পরিবর্ত হিসেবে দলে নিচ্ছে জেসন রয়কে।
ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে অবশ্য নিজেদের প্রথম হোম ম্যাচে পাচ্ছে না কেকেআর। বরং গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের আগে সরাসরি আমদাবাদে দলের সঙ্গে যোগ দিতে পারেন ব্রিটিশ তারকা।
ইডেনে আরসিবির বিরুদ্ধে লড়াইয়ের আগের দিন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত খোলসা করেন জেসন রয়কে দলে নেওয়ার কারণ। প্রথমসারির আন্তর্জাতিক ক্রিকেটারদের বেশিরভাগই আইপিএলের কোনও না কোনও দলের স্কোয়াডে রয়েছেন। তবে শাকিবের বিকল্প হওয়ার মতো ক্রিকেটার খুঁজে পাওয়া মুশকিল হতো না।
এত সবার মাঝে হঠাৎ জেসন রয়কেই কেন দলে নিল কলকতা? তবে কি ব্রিটিশ তারকাকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে নাইট রাইডার্সের। এমন প্রশ্নের উত্তরে নাইট কোচ বলেন, ‘শ্রেয়স আর শাকিবকে পাওয়া যাবে না। তাই আমাদের ব্যাকআপ ক্রিকেটার দরকার ছিল। জেসন রয় টপ অর্ডারে ব্যাট করে। তাছাড়া ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কার্যকরী হতে পারে। এই সব ভাবনা থেকেই দলে নেওয়া হয়েছে জেসনকে।’
কেকেআরের স্কোয়াডে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের অভাব নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় পণ্ডিতকে। তিনি বলেন, ‘স্কোয়াডে যারা রয়েছে, প্রত্যকেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলেছে। আমি বিশ্বাস করি স্কোয়াডের প্রতিটি প্লেয়ার ভলো খেলার ক্ষমতা রাখে। দল হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনও একজনের উপর নির্ভর না করা। দলের পারফর্ম্যান্সে প্রভাব রাখার ক্ষমতা রয়েছে সবার।’
আইপিএল ২০২৩-এর যাবতীয় আপডেটের জন্য ক্লিক করুন এখানে
নাইট কোচ এটাও স্পষ্ট করে দেন যে, গত ম্যাচের পারফর্ম্যান্স দেখে কোনও ক্রিকেটারকে বিচার করা উচিত নয়। কেননা এক ম্যাচের পারফর্ম্যান্সে কাউকে বিচার করা ঠিক নয়। তাছাড়া পঞ্জাবের কাছে প্রথম ম্যাচ হারলেও পণ্ডিত মনে করেন না তাঁরা খারাপ খেলেছেন। বরং শেষ পর্যন্ত লড়াই টেনে নিয়ে গিয়েছেন বলে নাইট কোচ তাঁর ক্রিকেটারদের প্রশংসা করেন।
উল্লেখ্য, মোহালিতে পঞ্জাব কিংসের কাছে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বৃহস্পতিবার ঘরের মাঠে অভিযান শুরু করবে কেকেআর। ইডেনে নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।