চোট পেয়ে ছিটকে যাওয়া লোকেশ রাহুলের তড়িঘড়ি পরিবর্ত খুঁজে নিল লখনউ সুপার জায়ান্টস। এক্ষেত্রে আনকোরা কাউকে নয়, বরং আইপিএলের মঞ্চে পোড়খাওয়া এক ভারতীয় ব্যাটসম্যানকেই বেছে নেয় তারা।
লখনউ লোকেশ রাহুলের পরিবর্তে দলে নেয় কর্ণাটকের অভিজ্ঞ ব্যাটসম্যান করুণ নায়ারকে, বীরেন্দ্র সেহওয়াগের পরে ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যিনি টেস্টে ত্রিশতরানের নজির গড়েন। করুণ গত আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তাঁকে তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকার বিনিময়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে লখনউ।
করুণ নায়ার ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করেন। তিনি শেষবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামেন ২০২২ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। মাঝে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিও গায়ে চাপিয়েছেন নায়ার।
সব মিলিয়ে ৭৬টি আইপিএল ম্যাচের ৬৮টি ইনিংসে ব্যাট করতে নেমে করুণ নায়ার ২৩.৭৫ গড়ে ১৪৯৬ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১২৭.৭৫। আইপিএলে ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।
নায়ার ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন করুণ।
ঘরোয়া ক্রিকেট খেলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে নায়ারের। তিনি ৮৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৫৯২২ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১৫টি। ৯০টি লিস্ট-এ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২১১৯ রান। ৫০ ওভারের ক্রিকেটে ২টি শতরান করেছেন নায়ার। ১৫০টি টি-২০ ম্যাচে ১৬টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি-সহ ২৯৮৯ রান করেছেন করুণ।
গত ডিসেম্বরে করুণ নায়ার টুইটারে লেখেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটি সুযোগ দাও।’ লোকেশ রাহুলের চোটে সেই সুযোগ পেয়ে গেলেন নায়ার। নতুন করে আইপিএলের দরজা খুলল ৩১ বছর বয়সী ভারতীয় তারকার সামনে।
লখনউ সুপার জায়ান্টস চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট উপহার দিচ্ছে। তারা নিজেদের প্রথম ১০টি ম্যাচের মধ্যে জিতেছে ৫টি ম্যাচ এবং হেরেছে ৪টি। একটি ম্যাচ বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যাওয়ায় চেন্নাই সুপার কিংসের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে লখনউকে। সব মিলিয়ে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।