কমেন্ট্রি বক্স থেকে সোজা বাইশগজের দোরগোড়ায়। ঠিক যেভাবে সাম্প্রতিক অতীতে দরকারের সময় মুম্বই ইন্ডিয়ান্স ধাওয়াল কুলকার্নিকে ব্রডকাস্টারদের টিম থেকে নিজেদের দলে ডেকে নিয়েছিল, এবার ঠিক একইভাবে কেদার যাদবকে নিজেদের স্কোয়াডে অন্তর্ভূক্ত করে আরসিবি। চলতি আইপিএলে ধারাভাষ্য দিতে দিতে হঠাৎই ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেতে চলেছেন কেদার।
আসলে চোট পাওয়া ডেভিড উইলির বদলে আরসিবি ক'দিন আগেই দলে নিয়েছে কেদারকে, যিনি গত মরশুমে দল না পাওয়ায় আইপিএল খেলতে পারেননি। এবছরও প্রাথমিকভাবে আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন যাদব। তবে ঘরোয়া ক্রিকেটে রাজ্যদল মহারাষ্ট্রের হয়ে নিয়মিত মাঠে নামতেন তিনি। তাই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন না কেদার।
কীভাবে একটি ফোন কলেই চলতি আইপিএলে তাঁর ভূমিকা বদল হয়, জানালেন কেদার যাদব। ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব অবাক হয়েছিলাম, তবে অত্যন্ত খুশি হয়েছিলাম ফোনটা রিসিভ করে। আমি রীতিমতো উত্তেজিত। আরসিবির সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতে চাই আমাকে দলের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’
কেদার যাদব এও জানান যে, তাঁকে ফোন করেছিলেন আরসিবির হেড কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, ‘আমি ধারাভাষ্য দিচ্ছিলাম। সঞ্জয় বাঙ্গার আমাকে কল করে জিজ্ঞাসা করেন, আমি কী করছি। আমি বলি যে, আমি এখন ধারাভাষ্য দিচ্ছি। উনি খোঁজ নেন আমি অনুশীলন করছি কিনা। আমি জানাই যে, সপ্তাহে দু’বার প্র্যাক্টিস করি। বাঙ্গার পরে আমার ফিটনেস নিয়ে জানতে চান। আমি বলি, প্রতিদিন জিম করি, এমনকি হোটেলেও জিমে যাওয়া জারি রেখেছি। সব মিলিয়ে সংক্ষেপে আমি জানাই যে, আমি খেলার মতো পরিস্থিতিতে রয়েছি। বাঙ্গার তখন বলেন, একটু সময় দাও, আমি তোমাকে ফোন করব। আমি তখনই বুঝতে পারি যে, বাঙ্গার আমাকে কল করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার কথা বলতে পারেন।'
উল্লেখ্য, ২০১৬ সালে দিল্লি ফ্র্য়াঞ্চাইজির কাছ থেকে ট্রেড উইন্ডো দিয়ে কেদার যাদব প্রথমবার দলে নেয় আরসিবি। ২টি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট ১৭টি আইপিএল ম্যাচে মাঠে নামেন তিনি। এবার দ্বিতীয় দফায় আরসিবি তাঁকে ১ কোটি টাকার বিনিময়ে দলে ফেরায়। সুতরাং, বলাই যায় যে, বাঙ্গারের এক ফোনেই এক কোটি টাকার আইপিএল চুক্তি নিশ্চিত হয়ে যায় কেদারের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।