বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: একেই হার, তার উপর শোকিনের সঙ্গে ঝামেলা, জরিমানা নীতিশের, ছাড় পেলেন না MI বোলারও

IPL 2023: একেই হার, তার উপর শোকিনের সঙ্গে ঝামেলা, জরিমানা নীতিশের, ছাড় পেলেন না MI বোলারও

আউট হয়ে শোকিনের সঙ্গে ঝামেলায় জড়ান নীতিশ রানা।

কেকেআর ইনিংসের নবম ওভারের প্রথম বলে হৃতিক শোকিন ফেরান নীতিশকে। শোকিনের বলে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কেকেআর অধিনায়ক। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নেন রমনদীপ সিং। এর পরেই শোকিন কিছু একটা বলেন নীতিশকে। যা ভালো ভাবে নেননি কেকেআর অধিনায়ক। তিনিও পাল্টা জবাব দেন। উত্তপ্ত হয় পরিস্থিতি।

গরমের মধ্যে মাথা গরম করে একেবারে লঙ্কা কাণ্ড বাঁধানোর উপক্রম করেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। যার জেরে ম্যাচ হারের সঙ্গে জরিমানার কবলে পড়তে হয় তাঁকে। ছাড় পাননি হৃতিক শোকিনও। তাঁকে পড়তে হয়েছে জরিমানার কবলে।

রবিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং মুম্বই ইন্ডিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল কলকাতা। ৫৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর কেকেআর অধিনায়ক নীতিশ ব্যাট করতে নামেন। ১০ বলে মাত্র ৫ রান করেন তিনি। কেকেআর ইনিংসের নবম ওভারের প্রথম বলে হৃতিক শোকিন ফেরান নীতিশকে। শোকিনের বলে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন কেকেআর অধিনায়ক। বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ নেন রমনদীপ সিং।

আরও পড়ুন: ছোট মাঠে বেআব্রু নাইটদের স্পিন ত্রিফলা, ব্যর্থ পেসাররাও- KKR-এর হারের বড় কারণ

এর পরেই শোকিন কিছু একটা বলেন নীতিশকে। যা ভালো ভাবে নেননি কেকেআর অধিনায়ক। তিনিও পাল্টা জবাব দেন। উত্তপ্ত হয় পরিস্থিতি। তাঁদের থামাতে সঙ্গে সঙ্গে এগিয়ে যান সূর্যকুমার যাদব, পীযূষ চাওলারা। শোকিন কী বলেছেন তা যদিও জানা যায়নি। তবে নীতীশকে খুবই রেগে যেতে দেখা যায়। তিনি বেশ উত্তেজিত ভাবেই মাঠ ছাড়েন।

আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করার জন্য দুই প্লেয়ারকেই জরিমানা করা হয়। কেকেআর অধিনায়ক নীতিশ রানাকে তাঁর ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্সের হৃতিক শোকিনকে এই মৌখিক লড়াইয়ের কারণে তাঁর ম্যাচ ফি এর ১০% জরিমানা করা হয়েছে। নিজেদের দোষের কথা স্বীকার করেছেন দুই খেলোয়াড়ই।

আরও পড়ুন: বেঙ্কির সেঞ্চুরিতেও বদলাল না ১১ বছরের ইতিহাস, ওয়াংখেড়ে যেন নাইটদের বধ্যভূমি

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তাঁদের ঝামেলার ক্লিপিংস। যাতে পরিষ্কার শোনা গিয়েছে, ছাপার অযোগ্য ভাষায় দু’জনই একে অপরকে গালিগালাজ করেছেন। প্রসঙ্গত, নীতিশ ও হৃতিক দু’জনেই দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। একই দলে খেলার পরও অতীতেও তাঁদের কখনই বনিবনা হয়নি। সেই রেশই এ বার দেখা গেল আইপিএলের মঞ্চেও।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ৬ উইকেটে ১৮৫ রান করে। এর মধ্যে বেঙ্কটেশ আইয়ার একাই ৫১ বলে ১০৪ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে মুম্বই খুব সহজেই ১৪ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ উইকেটে ম্যাচ হারে কেকেআর। এই নিয়ে পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল তারা। এ দিকে প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করলেও, পরপর দুই ম্যাচ জিতে অক্সিজেন পেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.