বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > বাইক নিয়ে দুই যুবকের ধাওয়া, বারবার ধাক্কা গাড়িতে, পুলিশে ফোন করেও সাহায্য পাননি KKR ক্যাপ্টেন নীতীশ রানার স্ত্রী

বাইক নিয়ে দুই যুবকের ধাওয়া, বারবার ধাক্কা গাড়িতে, পুলিশে ফোন করেও সাহায্য পাননি KKR ক্যাপ্টেন নীতীশ রানার স্ত্রী

দিল্লির রাজপথে ভয়ঙ্কর অভিজ্ঞতা নীতীশ রানার স্ত্রী সাচীর। ছবি- ইনস্টাগ্রাম। 

দিল্লির রাজপথে ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নাইট দলনায়ক নীতীশ রানার স্ত্রী সাচী মারওয়া।

রাজধানীর রাজপথেই যদি এমন নিরাপত্তাহীনতায় ভোগেন মহিলারা, তবে প্রত্যন্ত এলাকায় ছবিটা কতটা খারাপ হতে পারে, প্রশ্ন তুলে দিল নীতীশ রানার স্ত্রী সাচী মারওয়ার ভয়াবহ অভিজ্ঞতা। সোশ্যাল মিডিয়ায় নাইট দলনায়কের স্ত্রী নিজের আতঙ্কিত হয়ে পড়ার কথা জানানোর পাশাপাশি প্রশ্ন তোলেন দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও।

রাতের দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। এবার তেমনই এক ভয়াবহ আহবের মধ্যে পড়েন সাচী। তিনি নিজের গাড়িতে চড়েই বাড়ি ফিরছিলেন। দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইক নিয়ে সাচীর গাড়িকে ধাওয়া করেন বলে জানিয়েছেন রানার ঘরণী। এমনকি বাইক নিয়ে বারবার সাচীর গাড়িতে ধাক্কাও মারেন সেই দুই ব্যক্তি।

গোটা ঘটনাটি সাচী ফোনে দিল্লি পুলিশকে জানালেও কোনও সুরাহা হয়নি। বরং পুলিশ এক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বলে অভিযোগ তোলেন তারকা ক্রিকেটারের স্ত্রী। তাঁর দাবি, পুলিশের তরফে নাকি বলা হয় যে, যেহেতু তিনি নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন, তাই বিষয়টি নিয়ে অকারণ জলঘোলা করে লাভ নেই। পরের বার এমন কিছু ঘটলে বাইকের নম্বর লিখে রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন:- LSG Squad Update: লোকেশ রাহুলের পরিবর্তে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা প্রাক্তন KKR তারকাকে দলে নিল লখনউ

ক্ষুব্ধ সাচী গোটা ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। এমনকি দুই বাইক আরোহীর ছবিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে দিল্লি পুলিশকে কটাক্ষ করে সাচী লেখেন যে, পরের বার এমন কিছু ঘটলে তিনি দুস্কৃতিদের ফোন নম্বরও নিয়ে রাখবেন।

আরও পড়ুন:- County Championship: বাকিদের মতো গড়পড়তা স্মিথ, কাউন্টিতে ফের সেঞ্চুরি করে পূজারা বোঝালেন, তিনি অন্য ধাতুতে গড়া

ইনস্টাগ্রাম স্টোরিতে সাচী লেখেন, ‘দিল্লির আর পাঁচটা সাধারণ দিনের মতোই কাজ থেকে বাড়ি ফিরছিলাম। এই ছেলেরা ক্রমাগত আমার গাড়িতে ধাক্কা দিতে থাকে। কোনও কারণ ছাড়াই। ওরা আমার গাড়িকে ধাওয়া করতে থাকে। আমি ফোনে অভিযোগ জানালে পুলিশ বলে, যেহেতু নিরাপদে বাড়ি ফিরে গিয়েছি, তাই ছেড়ে দাও। পরের বার (বাইকের) নম্বর নোট করে নিও। পরের বার বরং আমি ওদের ফোন নম্বরও নিয়ে রাখবে।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন