বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: আতঙ্কের চোরা স্রোত KKR শিবিরে, শ্রেয়সকে নিয়ে অনিশ্চয়তার মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন তারকা পেসার

IPL 2023: আতঙ্কের চোরা স্রোত KKR শিবিরে, শ্রেয়সকে নিয়ে অনিশ্চয়তার মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন তারকা পেসার

আইপিএল শুরুর আগেই চাপে কেকেআর। ফাইল ছবি- বিসিসিআই।

Kolkata Knight Riders: একেই চোটের জন্য ধোঁয়াশা রয়েছে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে নিয়ে, তার উপর তারকা পেসারকে কেকেআর শুরু থেকে পাবে কিনা, সে বিষয়ে দেখা দিয়েছে সংশয়।

এতে তো চোটের জন্য শ্রেয়স আইয়ারের আইপিএলে মাঠে নামা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তার উপর জাতীয় দলে ব্যস্ত থাকবেন বলে শুরুর দিকের কিছু ম্য়াচে শাকিব আল হাসান ও লিটন দাসকে দলে পাওয়া নিয়েও সংশয় রয়েছে। এই অবস্থায় আরও দুঃসংবাদ উড়ে এল কেকেআর শিবিরে। এবার আইপিএল শুরুর আগে চোট পেয়ে বসলেন নির্ভরযোগ্য বিদেশি তারকা।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কেকেআরের কিউয়ি পেসার লকি ফার্গুসন। সেকারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। হ্যামস্ট্রিংয়ের চোট সারতে নিশ্চিতভাবেই বেশ কিছুদিন সময় লাগবে। সুতরাং, কেকেআরের হয়ে শুরু থেকে মাঠে নেমে পড়া অনিশ্চিত দেখাচ্ছে তাঁর।

উল্লেখ্য, এবছর আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। আমদাবাদে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ১ এপ্রিল অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। মোহালিতে কেকেআরের প্রথম প্রতিপক্ষ পঞ্জাব কিংস।

আরও পড়ুন:- Asia Cup 2023: সাপও মরবে লাঠিও ভাঙবে না, পাকিস্তান থেকে সরবে না এশিয়া কাপ, আবার ভারতও খেলবে, মিলল সমাধানসূত্র!

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ান ডে অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। সেই ম্য়াচ খেলেই জাতীয় দলের দুই সতীর্থ ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ভারতে উড়ে আসার কথা ছিল ফার্গুসনের। ২৬ মার্চ কলকাতায় নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার কথা লকির। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর ভারতে আসা পিছিয়ে যেতে পারে।

ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেকেআরের বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার। গত রবিবার নাইট শিবিরে যোগ দিয়েছেন বেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা, মনদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা, হর্ষিত রানা, কুলবন্ত খেজরোলিয়া, নীতিশ রানা, রিঙ্কু সিং ও অনুকূল রায়। সোমবার শহরে পা দিয়েছেন নারায়ন জগদীশান ও আন্দ্রে রাসেল। শুক্রবার টিম হোটেলে ঢোকার কথা ডেভিড ওয়াইজ, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের। ফার্গুসনের সঙ্গে রবিবার শহরে এসে পৌঁছনোর কথা টিম সাউদির।

আরও পড়ুন:- WTC-র সেরা ৫ টেস্টের তালিকায় রয়েছে ভারতের হার, নিউজিল্যান্ডের শেষ বলে জয় রয়েছে ১ নম্বরে

ইতিমধ্যেই শহরে এসে পৌঁছনো ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করেছে নাইট রাইডার্স। ২৯ মার্চ প্রথম ম্যাচের জন্য মোহালির উদ্দেশ্যে রওনা দেবে কেকেআর। নাইট রাইডার্স ইডেনে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায়, রতন টাটাকে শেষ দেখা দেখতে দীর্ঘ লাইন মুম্বইতে রাজধানী অমরাবতী নির্মাণের জন্য অন্ধ্রকে ১৫,০০০ কোটি টাকা লোন দেবে বিশ্বব্যাংক 'তখন টেপজামা পরে পাঁচিলে হাঁটছি…', এককালের 'মামা' সব্যসাচী বদলে হলেন মিঠুর বর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.