শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে অন্যতম বর্ণময় দুই ফ্রাঞ্চাইজি শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স এবং প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। বলিউডি দুই তারকার দুই ফ্রাঞ্চাইজির লড়াইকে অনেকেই 'বীর-জারার' লড়াই হিসেবেই দেখতে চান। যে লড়াই নিয়ে একটা সময়ে শাহরুখ খান স্পষ্ট জানিয়ে ও ছিলেন, 'আমি প্রীতি জিন্টার বিরুদ্ধে কোনও বিষয়ে একটি হারও বরদাস্ত করব না।' শাহরুখের সেই বার্তা তাঁর দল কেকেআর যে কতটা গুরত্বের সঙ্গে দেখছে তা আইপিএলের ইতিহাসে পঞ্জাবের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। আইপিএলের ইতিহাসে একটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির বিরুদ্ধে সর্বাধিক জয়ের নজিরের যে তালিকা সেই তালিকায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কেকেআর।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আইপিএলের ১৬টি মরশুমে পঞ্জাবের বিরুদ্ধে ২১টি ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকার শীর্ষে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা আবার শাহরুখ খানের কেকেআরের বিরুদ্ধে জিতেছে ২৩টি ম্যাচ। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এখন পর্যন্ত ২০টি ম্যাচ জিতেছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তারা চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতেছে ২০টি ম্যাচে।
এদিন ইডেন গার্ডেনের ম্যাচেও কলকাতার পরিত্রাতা সেই রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল। অধিনায়ক নীতীশ রানা একটি সুন্দর অর্ধশতরানের ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার পরে এদিন ম্যাচে কলকাতাকে লড়াইতে ফেরান রাসেল। রাসেল আউট হয়ে যাওয়ার পরে কেকেআরকে জয়ের বন্দরে পৌঁছে দেন গুজরাট টাইটানসের বিরুদ্ধে পাঁচ ছক্কার নায়ক রিঙ্কু সিং। এদিন কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম ভরসা বেঙ্কটেশ আইয়ার একেবারেই ফর্মে ছিলেন না। ১২ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উল্লেখ্য এদিন প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের ৫৭ এবং পরবর্তীতে শাহরুখ খানের ৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৭৯ রান করে পঞ্জাব। বরুণ চক্রবর্তী নেন তিনটি উইকেট। রান তাড়া করতে নেমে ৩৮ রান করে কেকেআরের হয়ে শুরুটা ভালো করেন জেসন রয়। অধিনায়ক নীতীশ রানা করেন ৫১ রান। রাসেল মাত্র ২৩ বলে করেন ৪২ রান। ১০ বলে অপরাজিত ২১ রান করে কেকেআরের জয় নিশ্চিত করেন রিঙ্কু সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।