কলকাতা নাইট-রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর পয়েন্ট টেবলে কোনও পরিবতর্নই হল না। কারণ এই ম্যাচে কেকেআর ২ পয়েন্ট পেয়ে লাভবান হল ঠিকই। তবে অবস্থান একই রয়ে গেল। ম্যাচের আগে নাইটরা ছিল আটে আর হায়দরাবাদ ছিল নয়ে। ম্যাচের পর এই পজিশনের কোনও তারতম্য হল না। তাদের ১০ ম্যাচে এখন ৮ পয়েন্ট। আর হায়দরাবাদের ৯ ম্যাচে ৬ পয়েন্ট।
আরও পড়ুন: ODI WC- ফাইনাল ছাড়া ভারত-পাক ম্যাচ পেতে পারে আমদাবাদ, ইডেনের ভাগ্যে কী জুটছে?
বরং বুধবার পঞ্জাব কিংসকে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এক লাফে ছয়ে উঠে এসেছিল। পঞ্জাব সাতে নেমে গিয়েছিল। এ দিকে লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায় এবং দুই দলই একটি করে পয়েন্ট পায়। লিগ টেবলের দুই এবং তিন নম্বরে উঠে আসে তারা। চারে নেমে গিয়েছিল রাজস্থান রয়্যালস। আর গুজরাট টাইটান্স শীর্ষস্থান দখল করে রেখেছে। এ দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়েছে পাঁচে। আর দিল্লি ক্যাপিটালস এখনও লিগ টেবলের লাস্টবয়।
আরও পড়ুন: WTC ফাইনাল খেলতে ২৩ মে ইংল্যান্ড উড়ে যাবে টিম ইন্ডিয়া- রিপোর্ট
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৯, জয়: ৬, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: ০.৫৩২
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.৬৩৯
৩) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.৩২৯
৪) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৯, জয়: ৫, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৮০০
৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৯, জয়: ৫, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.০৩০
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৯, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৩৭৩
৭) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৭২
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১০৩
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৯, জয়: ৩, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৫৪০
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৯, জয়: ৩, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৭৬৮