শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের আইপিএলে ৫ মে অর্থাৎ শুক্রবারের রাতটা যতটা তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের এইদিনের ম্যাচে কার্যত ভরাডুবি হয়। ব্যাটিং ব্যর্থতার কারণে তাদের হারতে হয়েছিল বড় ব্যবধানে। ৩৭ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় জয় পায় গুজরাট টাইটানস। আর ম্যাচ শেষে এত বাজেভাবে হারের জন্য রীতিমতো হতাশ দেখাল দলের হেড কোচ তথা প্রাক্তন শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারাকে। তাঁর স্পষ্ট বক্তব্য দল লজ্জাজনকভাবে হারলে তার দায় সবার।
একটা সময় রাজস্থান রয়্যালসের স্কোর ছিল পাঁচ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪৭ রান। সেখান থেকে মাত্র ১১৮ রানে অলআউট। আর এই জায়গাটি নিয়েই একেবারে অখুশি কুমার সাঙ্গাকারা। তিনি জানিয়েছেন 'যখন দল খারাপ খেলে তখন সেটা সবার জন্য খুব লজ্জার। আমরা খুব খারাপ খেলেছি। যে শুরুটা আমরা করেছিলাম তা ধরে রাখতে পারিনি। সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারিনি। আমরা খুব বাজে খেলেছি। তারপর যখন দুই স্পিনার বল করতে এসেছিল তখনও আমাদের উদ্যম সেইভাবে ছিল না রান করার। রশিদ দারুণ বোলিং করেছে। আমার মনে হয়েছে খুব ভালো বোলিং করেছে নুরও। তবে এই সময়ে ব্যাটারদের এগিয়ে আসতে হবে। দায়িত্ব নিতে হবে। ব্যাটারদের আরও বেশি করে রান করার তাগিদ দেখানো উচিত ছিল।'
তিনি আরও যোগ করেন, 'টি-২০ ক্রিকেটে ডিফেন্স করা মানেও সেখান থেকে রান করার একটা তাগিদ দেখাতে হবে। তোমাকে ৬, ৪, ৩, ২, ১ এই ধারা অনুযায়ী ব্যাট করতে হবে। যদি চাপে থাক তাহলে ৪, ৩, ২, ১ ধারায় ব্যাট কর। তবে তোমাকে সব বলেই রান করার উদ্যোগটা রাখতে হবে। টি-২০ ক্রিকেটে তুমি খালি বসে বসে দেখতে পারো না। তোমাকে উদ্যোগ নিতেই হবে। স্ট্রাইক পরিবর্তন করতে হবে ঘনঘন। খারাপ বলে ৪, ৬ মারতেই হবে। বোলারের উপর চাপ তৈরি করতে হবে। নুর আর রশিদ খুব ভালো বোলিং করেছে। পাশাপাশি ওদের পেস বোলিং-ও (গুজরাট) যথেষ্ট ভালো। তবে এই ক্ষেত্রে আমি সমস্ত কৃতিত্ব দেব গুজরাটকে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।