বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH-এর ব্যর্থতার দায় নিয়ে লারা স্বীকার করলেন, IPL-এর সঙ্গে খাপ খাওয়াতে পারেননি

SRH-এর ব্যর্থতার দায় নিয়ে লারা স্বীকার করলেন, IPL-এর সঙ্গে খাপ খাওয়াতে পারেননি

ব্রায়ান লারা।

আগে লারা উপদেষ্টা এবং ব্যাটিং কোচ হিসেবে যুক্ত ছিলেন। টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে এটি ছিল ক্যারিবিয়ান তারকার প্রথম চ্যালেঞ্জ। আর প্রথম বারেই ডুবলেন লারা।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এবং সানরাইজার্স হায়দরাবাদের কোচ ব্রায়ান লারা নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে প্রথম বছরে টুর্নামেন্টের যে কঠোরতা এবং আবেগ রয়েছে, তার সঙ্গে ব্যালেন্স করতে পারেননি। প্রসঙ্গত, দুই ম্যাচ বাকি থাকতেই হায়দরাবাদের টিম প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে।

বরং সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৪ রানে জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ২০২৩ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে।

ম্যাচের পর লারা বলেছেন যে, ‘এটি আমার প্রথম বছর (একটি আইপিএল দলের প্রধান কোচ হিসেবে)।’ মোদ্দা কথা লারা যেটা বোঝাতে চেয়েছেন, তা হল একটি টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে তিনি বিষয়টি আয়ত্তেই আনতে পারেননি।

আরও পড়ুন: আমি বোলারদের অধিনায়ক- সেঞ্চুরির পরেও শুভমনের নাম উচ্চারণ করলেন না হার্দিক

২০২১ এবং ২০২২-এর পর আরও একটি অসফল বছর কাটল সানরাইজার্সের। আগের দুই বছরই সানরাইজার্স হায়দরাবাদ লিগ টেবলের অষ্টম স্থানে শেষ করেছিস। তারা প্লে-অফে উঠতে পারেনি। এ বারও দুই ম্যাচ আগেই প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল তারা। সানরাইজার্স হায়দরাবাদের সবচেয়ে সফল কোচ ছিলেন টম মুডি। যিনি হায়দরাবাদকে পাঁচ বার প্লে অফে নিয়ে গিয়েছিলেন এবং ২০১৬ আইপিএল জিতিয়েছিলেন। তাঁকে ছেঁটে ফেলে আরও ডুবেছে সানরাইজার্স।

আগে লারা উপদেষ্টা এবং ব্যাটিং কোচ হিসেবে যুক্ত ছিলেন। টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে এটি ছিল ক্যারিবিয়ান তারকার প্রথম চ্যালেঞ্জ। আর প্রথম বারেই ডুবলেন লারা।

আরও পড়ুন: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট, হেরে ছিটকে গেল হায়দরাবাদ

৫৪ বছরের লারা বলেছেন, ‘আইপিএলে ব্যস্ত মরশুমের সঙ্গে তাল মেলাতে পারিনি। বিশেষ করে যখন আমরা বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ করেছি এবং বিভিন্ন পিচে খেলেছি, তখন বিষয়টি আরও কঠিন হয়ে উঠিছিল। আমরা গত বছর ৩-৪টি ভেন্যুতে খেলেছিলাম (কোভিড-১৯ এবং বায়ো-বাবল পরিবেশের কারণে)। তাই আলাদা আলাদা ভেন্যুতে খেলাটা অনেক বড় পার্থক্য করে দিয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘একজন কোচ হিসেবে আমার দায়িত্ব, যা ঘটছে সেগুলির প্রতি কতটা মনোযোগ দিতে হবে, তার কতটা প্রশংসা করতে হবে, ভুলগুলোকে প্রতি মুহূর্তে ঠিক করে দেওয়া, এগুলি বড় দায়িত্ব। আশা করি, প্লেয়াররা ভুলগুলি পরের মরশুমে সংশোধন করবে এবং অনেক ভালো ক্রিকেট উপহার দেবে।’

১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৮টি ম্যাচই হেরেছে। তাদের পয়েন্ট এখন ৮। বাকি দুই ম্যাচ জিতলেও হায়দরাবাদের পয়েন্ট হবে ১২। কিন্তু এই পয়েন্ট নিয়ে কোনও ভাবেই প্লে-অফে ওঠা সম্ভব নয়। কারণ এখনই চার দলের পয়েন্ট ১২-র বেশি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন