আইপিএল ২০২৩-এ রিঙ্কু সিংয়ের সার্বিক পারফর্ম্যান্সে ধন্য ধন্য রব ক্রিকেটমহলে। শুধু মারকাটারি ব্যাটিং নয়, বরং নাইট তারকার পরিণত ক্রিকেট মস্তিষ্ক মুগ্ধ করেছে বিষেজ্ঞদের। সতীর্থ থেকে প্রতিপক্ষ, এবারের আইপিএলে সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রিঙ্কু। টিম ইন্ডিয়ার প্রাক্তনীরা তো তাঁকে অবিলম্বে জাতীয় দলে জায়গা করে দেওয়ার দাবি তুলেছেন।
সন্দেহ নেই ফিনিশার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন রিঙ্কু সিং। তাঁর সেই দক্ষতার দিকে তাকিয়েই এবার এক অজি প্রাক্তনী বড়সড় সার্টিফিটেক দিলেন নাইট তারকাকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডি রিঙ্কুকে দুই অজি কিংবদন্তি মাইকেল বেভান ও মাইক হাসির সঙ্গে তুলনা করেন।
ইএসপিএন-ক্রিকইনফোর আলোচনায় মুডি বলেন, ‘দেখুন, আমি ব্যক্তিগতভাবে ওকে (রিঙ্কুকে) চিনি না। ওর সঙ্গে কখনও কাজ করিনি। তবে একজন অনুরাগী হিসেবে পর্যবেক্ষণে বুঝেছি, ও একেবারে গোছানো। নিজের খেলায় নিয়ন্ত্রণ রয়েছে ওর। মাইকেল বেভানের মতো অতীতের কিংবদন্তি ক্রিকেটারের মধ্যে এমনটা দেখেছি, যার সঙ্গে আমি বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছি।’
মুডি আরও বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে ওর (বেভানের) বিশেষত্ব ছিল এই যে, আপনি ভাবছেন ম্যাচ ওর হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে, আসলে ও ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। সাম্প্রতিক অতীতে মাইক হাসির মধ্যেও এমনটা লক্ষ্য করা গিয়েছে। ওরা জানত, কীভাবে ঠাণ্ডা মাথায় ধীরে-সুস্থে ম্যাচ ফিনিশ করতে হয়।’
রিঙ্কুকে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে বিবেচনা করার পক্ষে সওয়াল করে মুডি বলেন, ‘এখন আমরা বুঝতে পারছি যে, ও (রিঙ্কু) এমন একজন যথাযথ ফিনিশার, যাকে বিশ্বকাপের জন্য ভারতীয় দলে বিবেচনা করা উচিত। ব্যাট হাতে ও দুর্দান্ত টেম্পারমেন্ট, স্কিল ও ধারাবাহিকতা দেখিয়েছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটে ওর ব্যাটিং গড় ৬০-এর কাছে।’
আরও পড়ুন:- T20 ক্রিকেটে ৫০ টপকানোয় বয়সের থেকেও দ্রুত এগোচ্ছেন গিল, ভেঙে দিলেন বাবর-শেহজাদদের রেকর্ড
উল্লেখ্য, রিঙ্কু সিং এবারের আইপিএলে ১৪টি ম্যাচে ব্যাট করে ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান সংগ্রহ করেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সব থেকে বেশি রান সংগ্রহ করেন তিনিই। তাঁর স্ট্রাইক-রেট ছিল ১৪৯.৫২। ৪টি ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান রিঙ্কু। তিনি চার মারেন ৩১টি এবং ছক্কা হাঁকান দলের হয়ে সর্বোচ্চ ২৯টি। আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ৫টি বলে ৫টি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জেতান রিঙ্কু সিং।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।