বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: বদলে গেল Lucknow Super Giants-এর জার্সি, অনেকটা মিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে

IPL 2023: বদলে গেল Lucknow Super Giants-এর জার্সি, অনেকটা মিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে

সামনে এল Lucknow Super Giants-এর নতুন জার্সি (ছবি:টুইটার)

দলের নতুন জার্সির রঙ নীল করা হয়েছে। গতবার জার্সিটি ছিল হালকা নীল রঙের। অনেক পরিবর্তন আনা হয়েছে এই জার্সিতে। এই জার্সির ডিজাইন করেছেন কুণাল রাওয়াল। গত মরশুমেই আইপিএলে অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টসদের। সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এই দলটিকে কিনেছিল।

লখনউ সুপার জায়ান্টসের তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। গাঢ় নীল রঙের এই জার্সিটি ডিজাইন করেছেন কুণাল রাওয়াল। জার্সি লঞ্চ অনুষ্ঠানে অধিনায়ক লোকেশ রাহুল (কেএল রাহুল), দলের মেন্টর গৌতম গম্ভীর এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ সহ দলের অনেক খেলোয়াড় উপস্থিত ছিলেন। লখনউ সুপার জায়ান্টস আমদাবাদে তাদের নতুন জার্সি লঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছিল। আসলে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট ৯ মার্চ থেকে আহমেদাবাদে খেলা হবে, সেই ম্যাচের জন্য লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক লোকেশ রাহুল আমদাবাদে উপস্থিত ছিলেন। সেখানে বিসিসিআই সচিব জয় শাহ-ও ছিলেন। এই কারণেই লখনউ সুপার জায়ান্টস আমদাবাদে তাদের জার্সি লঞ্চ প্রোগ্রামের আয়োজন করেছিল যাতে তাদের দলের অধিনায়কও সেখানে উপস্থিত থাকতে পারেন।

আরও পড়ুন… ভারতীয় দলে কেউই অপরিহার্য নয়, রাহুলকে ভালো করতে হবে- LSG ক্যাপ্টেনকে রেওয়াত করলেন না মেন্টর গম্ভীর

দলের নতুন জার্সির রঙ নীল করা হয়েছে। গতবার জার্সিটি ছিল হালকা নীল রঙের। অনেক পরিবর্তন আনা হয়েছে এই জার্সিতে। এই জার্সির ডিজাইন করেছেন কুণাল রাওয়াল। গত মরশুমেই আইপিএলে অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ এই দলটিকে কিনেছিল। লোকেশ রাহুলকে (কেএল রাহুল) তাদের দলের অধিনায়ক করা হয়েছিল এবং দলটি তাদের প্রথম মরশুমে খুব ভালো পারফরম্যান্স করেছিল। যদিও দলটি শিরোপা জিততে পারেনি। এখন দলটি তাদের দ্বিতীয় সংস্করণে খেলার জন্য নামবে। নতুন মরশুম শুরুর আগে তাই দলটি তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।

আরও পড়ুন… তালিবান জমানায় উঠে গিয়েছে মহিলা টিম, তবুও হয়তো আইসিসি-র পূর্ণ সদস্যপদ বাতিল হবে না আফগানদের

এই জার্সিটি ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার কুনাল রাওয়াল। লঞ্চ ইভেন্টে বেশ কিছু মডেল উপস্থিত ছিলেন, যারা র‌্যাম্প ওয়াকও করেছিলেন। লখনউ সুপার জায়ান্টসের কিছু বড় খেলোয়াড়ও এই ইভেন্টে অংশ নিয়েছিলেন, তারা জার্সি লঞ্চের আগে র‌্যাম্পে হাঁটেন। আইপিএল সিজন ১৬ (আইপিএল 2023), যা ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে, লখনউ তাদের প্রথম ম্যাচটি ১ এপ্রিল খেলবে। এই ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অনুষ্ঠিত হবে। লখনউ সুপার জায়ান্টসের নতুন জার্সি কেমন, তাঁর ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে।

দেখে নিন লখনউ সুপার জায়ান্টসের ক্রীড়াসূচী: লখনউ সুপার জায়ান্টসের সময়সূচী

১ এপ্রিল - বনাম দিল্লি ক্যাপিটালস

৩ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস

৭ এপ্রিল – বনাম সানরাইজার্স হায়দরাবাদ

১০ এপ্রিল - বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

১৫ এপ্রিল - বনাম পঞ্জাব কিংস

১৯ এপ্রিল – বনাম রাজস্থান রয়্যালস

২২ এপ্রিল – বনাম গুজরাট টাইটানস

২৮ এপ্রিল - বনাম পঞ্জাব কিংস

১ মে – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

৪ মে - বনাম চেন্নাই সুপার কিংস

৭ মে – বনাম গুজরাট টাইটানস

১৩ মে - বনাম সানরাইজার্স হায়দরাবাদ

১৬ মে - মুম্বই ইন্ডিয়ান্স বনাম

২০ মে – কলকাতা নাইট রাইডার্স বনাম

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন