মার্ক উড ঝড়ে ধ্বংস হয়ে গেলো দিল্লি ক্যাপিটালস। ৫০ রানে বড় জয় ছিনিয়ে নিল লোকেশ রাহুলের লখনউ সুপারজায়ান্টস। মার্ক উড একেবারে গুঁড়িয়ে দেন দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারকেই। পরপর দুই বলে দুই তারকা ক্রিকেটার পৃথ্বী শ (১২) এবং মিচেল মার্শকে (০) গতিতে পরাস্ত করে বোল্ড করেন তিনি। এর পর সরফরাজকে শর্ট বলে ক্যাচ তুলতে বাধ্য করেন। তার স্পেলের দু'টো ওভারই শেষ করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসকে।
ব্যাটিংয়ে কাইল মেয়ার্স এবং বোলিংয়ে মার্ক উড- লখনউয়ের দুই তারকাই দিল্লির বিরুদ্ধে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টিম গেমে জয় এলেও এই দু-জনের অবদান অনেক বেশি। এ বিষয়ে কোনও দ্বিমত নেই। কাইল মেয়ার্সের সৌজন্যে বড় রান। মার্ক উডের প্রথম স্পেলেই পরপর ধাক্কা। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন উড। অনবদ্য একটা পারফরম্যান্সে ফুল ‘মার্কস’ পেয়েছেন মার্ক উড। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছেন লখনউ সুপার জায়ান্টসের এই পেসার।
আরও পড়ুন: আশঙ্কা ছিলই, শেষ পর্যন্ত 2023 IPL থেকে ছিটকেই গেলেন উইলিয়ামসন, জানিয়ে দিল GT
পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন। তৃতীয় বলেই ছিটকে দেন পৃথ্বী শয়ের স্টাম্প। পরের বলেই উইকেট ভেঙে যায় মিচেল মার্শ। সেই মার্শ, যিনি কিছু দিন আগে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন। নিজের দ্বিতীয় ওভারে এসে উড তুলে নেন দিল্লির আর এক মারকুটে ব্যাটার সরফরাজ খানকে। ওখানেই ম্যাচ দিল্লির হাত থেকে বেরিয়ে যায়। পরের দিকে তিনি ফেরান অক্ষর প্যাটেল এবং চেতন সাকারিয়াকে। প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে নিলেন উড।
সব টি-টোয়েন্টি মিলিয়ে এটিই মার্ক উডের প্রথম পাঁচ উইকেট। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে ব্রিটিশ বোলারদের মধ্যে এটাই সেরা বোলিং পরিসংখ্যান। উড দ্বিতীয় ব্রিটিশ বোলার, যিনি আইপিএলের ইতিহাসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন। উডের ১৪ রানে ৫ উইকেট আইপিএলে সেরা আট বোলিং পরিসংখ্যানের মধ্যে একটি।
ম্য়াচের সেরা মার্ক উড বলছেন, ‘এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছি। ভালো পারফর্ম করতে পারিনি। লখনউ জার্সিতে ছাপ ফেলতে চেয়েছিলাম। সব কিছু আমার প্রত্য়াশা মতোই হয়েছে, খুবই ভালো লাগছে। সত্যি একটা মুহূর্ত অবধি দুর্দান্ত অনুভূতি হয়েছে। শিশিরের প্রভাব শুরু হয়ে গিয়েছিল। আমার বোলিংয়েও সেটা কাজে লেগেছে।’
আরও পড়ুন: LSG-এর ১৯০-এর উপর রান হওয়ার কথাই নয়- বোলার এবং ফিল্ডারদের উপর ক্ষেপে লাল DC কোচ
বোলিংয়ের সময় রান আপে কিছুটা সমস্য়ায় দেখা গিয়েছিল মার্ক উডকে। ডাগআউটে কোচের সঙ্গেও সেটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় তাঁকে। সে সব অবশ্য মাথায় রাখেননি। ব্য়াটারদের সেট করেছেন। তার পরেই উইকেট। সব কিছুই যেন পরিকল্পনামাফিক হয়েছে। অধিনায়ক লোকেশ রাহুল এবং কোচিং স্টাফদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না মার্ক।
তিনি যোগ করলেন, ‘ছন্দ খুঁজে পেয়ে উইকেট নিতে পেরে খুবই ভালো লাগছে। এখানে রাতে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। এরকমই পরিস্থিতি ছিল। তবে ম্যাচের যে তাগিদ সেটা প্রস্তুতিতে পাওয়া যায় না। লোকেশ আমার ভূমিকা সহজ রাখার চেষ্টা করেছিল। মর্নে মরকেল অনেক পরামর্শ দিয়েছে। দেশের হয়ে খেলার সময় যা করি, সেটাই করতে বলেছে। মাঠ এত ভেজা ছিল, লম্বা পা ফেলে বোলিং না করার চেষ্টায় ছিলাম। তাতে সুবিধাই হয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।