বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > চলতি IPL-এ দ্বিতীয় অর্ধশতরান রোহিতের, বিরাটকে স্পর্শ করে দুটি নজির হিটম্যানের

চলতি IPL-এ দ্বিতীয় অর্ধশতরান রোহিতের, বিরাটকে স্পর্শ করে দুটি নজির হিটম্যানের

বিরাটকে স্পর্শ করে দুটি নজির হিটম্যানের

অর্ধশতরান করার পথে রোহিত শর্মা করে ফেলেন আইপিএলে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫০০০ রান। প্রথম মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার হিসেবে এই নজির গড়েন তিনি। আইপিএলের ইতিহাসে মাত্র দুজন ব্যাটার একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫০০০ রান করার কৃতিত্ব অর্জন করেছেন।

শুভব্রত মুখার্জি: গোটা আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না রোহিত শর্মা। বিশেষ করে প্রথম দিকের ম্যাচগুলোতে তাঁর ব্যাট থেকে একেবারেই রান আসছিল না। তাঁর এই ফর্মহীনতায় চিন্তাতে পড়ে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টও। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অধিনায়কের ফর্মহীনতা নিয়ে চিন্তা প্রকাশ করেন কিংবদন্তি সুনীল গাভাসকরও। তবে সঠিক সময়ে, বলা ভালো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচে একটি দুর্দান্ত অর্ধশতরান করলেন তিনি। আর এই অর্ধশতরান করেই তিনি স্পর্শ করে ফেললেন বিরাট কোহলিকে। টি-২০'তে দুটি নজির গড়ে ফেললেন তিনি।

অর্ধশতরান করার পথে রোহিত শর্মা করে ফেলেন আইপিএলে একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫০০০ রান। প্রথম মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটার হিসেবে এই নজির গড়েন তিনি। আইপিএলের ইতিহাসে মাত্র দুজন ব্যাটার একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫০০০ রান করার কৃতিত্ব অর্জন করেছেন। একজন আরসিবি ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং অপরজন হিসেবে আজ এই নজির গড়লেন রোহিত শর্মা। রোহিত ইতিমধ্যেই ২৪১ ম্যাচ খেলে করেছেন ৬১৯১ রান। তাঁর বাকি রান এসেছে ডেকান চার্জার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময়ে।

আজকের এই অর্ধশতরান করে তিনি টি-২০'তে করে ফেলেন ১১০০০ রানও। বিরাট কোহলির পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই নজির গড়েন তিনি। ৩৭৩ ম্যাচ খেলে বিরাট করেছেন ১১৮৬৪ রান। দিল্লি, ভারত এবং আরসিবির হয়ে খেলে এই রান করেছেন তিনি। অপরদিকে এই নজির রয়েছে ক্রিস গেইল, শোয়েব মালিক, কায়রন পোলার্ড এবং ডেভিড ওয়ার্নারের। আজ সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন রোহিত শর্মা। এদিন মাত্র ৩৭ বল খেলে রোহিত করেছেন ৫৬ রান। ডু অর ডাই ম্যাচে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে এদিন রোহিতদের জয়ের নায়ক নিঃসন্দেহে ক্যামেরুন গ্রিন। তাঁর অপরাজিত শতরানে ভর করেই আট উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।

বন্ধ করুন