বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ছেলেরা আনকোরা, এবছর অনেক কিছু শিখলাম-শোচনীয় IPL-এর পরেও মার্করামের গলায় আশার সুর

IPL 2023: ছেলেরা আনকোরা, এবছর অনেক কিছু শিখলাম-শোচনীয় IPL-এর পরেও মার্করামের গলায় আশার সুর

এডেন মার্করাম (AFP)

ম্যাচ হারলেও কিন্তু এদিন দলের প্রশংসা করেছেন মার্করাম। তাঁর মতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০০-র অনেক বেশি রান দরকার ম্যাচ জিততে। তবে ছেলেরা ভালো খেলেছে সেটা জানাতেও ভোলেননি তিনি।

শুভব্রত মুখার্জি: ১৬তম আইপিএলের শেষ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। গোটা মরশুমটা খুব একটা ভালো যায়নি ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। মাত্র আট পয়েন্ট নিয়েই তাদের অভিযান শেষ হয়েছে। নিজেদের শেষ ম্যাচ তারা খেলে ফেলল রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তারা এদিন ভালো ব্যাট করলেও শেষ রক্ষা হয়নি। রোহিত শর্মার দলের হয়ে এদিন অনবদ্য শতরান করে ম্যাচ জেতান ক্যামেরুন গ্রিন। তবে ম্যাচ হারলেও কিন্তু এদিন দলের প্রশংসা করেছেন মার্করাম। তাঁর মতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০০-র অনেক বেশি রান দরকার ম্যাচ জিততে। তবে ছেলেরা ভালো খেলেছে এই ম্যাচে সেটা জানাতেও ভোলেননি তিনি।

ম্যাচ শেষে হায়দরাবাদ অধিনায়ক জানিয়েছেন, 'আজকে ব্যাট হাতে আমাদের পারফরম্যান্স ভালো ছিল। তবে মুম্বইয়ের বিরুদ্ধে কিন্তু ২০০'র বেশি রান দরকার ম্যাচ জিততে। তবে ছেলেরা বেশ ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে ফলাফল আমাদের পক্ষে যায়নি একেবারেই। এই বছর দলকে নেতৃত্ব দেওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমার নিজের কাছে। প্রত্যেকের থেকে দারুণভাবে সাহায্য পেয়েছি। অনেক স্মৃতি রয়েছে আমার। দলের প্রত্যেকে খুব ভালো। আমাদের দলটা বেশ নবীন একটা দল। খুব প্রতিভাবান ক্রিকেটার রয়েছে আমাদের দলে। দলগতভাবে আমরা অনেক কিছু শিখেছি।'

বিব্রান্ত এবং ময়াঙ্কের শতরানের পার্টনারশিপ নিয়ে তিনি বলেন, 'অনবদ্য পার্টনারশিপ। দলের নবীন ক্রিকেটারদের কাছে এটা একটা দারুণ সুযোগ ছিল। সুযোগ ছিল তাদের প্রতিভা সামনে তুলে ধরার। প্রত্যেকেই তাদের সুযোগ সঠিকভাবে ব্যবহার করেন। তারা দুহাতে সুযোগ লুফে নিয়েছে। ক্লাসি (হেনরিক ক্লাসেন) এবং ভুবি (ভুবনেশ্বর কুমার) এই মরশুমে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন।' এদিন ম্যাচে অবশ্য খুব বেশি ব্যাট করার সুযোগ পাননি তিনি। ৭ বল খেলে অপরাজিত থাকেন ১৩ রানে। বিব্রান্ত শর্মা (৬৯) এবং ময়াঙ্ক আগরওয়ালের (৮৩) দুরন্ত ইনিংসে ভর করে এদিন হায়দরাবাদ ২০০ রান করে। তবে রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা (৫৬) এবং ক্যামেরুন গ্রিনের(১০০*) অনবদ্য ইনিংসে ভর করে আট উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে।

বন্ধ করুন