আইপিএল ২০২৩-র লিগ পর্ব থেকেই রেকর্ডের ভাঙা-গড়া চলেছে বিস্তর। এবছর এমন কিছু পরিসংখ্যান সামনে এসেছে, যা টেক্কা দিয়েছে আগের ১৫টি মরশুমকে। দেখে নেওয়া যাক টুর্নামেন্টের ইতিহাসের এমন ৫টি সর্বকালীন রেকর্ড, যা ভেঙে দেয় আইপিএল ২০২৩।
১. একটি মরশুমে সব থেকে বেশি সেঞ্চুরি: এবছরই আইপিএলে সব থেকে বেশি ব্যক্তিগত শতরান দেখা যায়। আইপিএল ২০২৩-তে মোট ১২টি সেঞ্চুরি হয়। শুভমন গিল একাই করেন ৩টি সেঞ্চুরি। বিরাট কোহলি করেন ২টি শতরান। আর আগে ২০২২ আইপিএলে ৮টি শতরান দেখা গিয়েছিল, যেটি ছিল এতদিনের রেকর্ড।
আইপিএল ২০২৩: ১২টি সেঞ্চুরি
আইপিএল ২০২২: ৮টি সেঞ্চুরি
আইপিএল ২০১৬: ৭টি সেঞ্চুরি
২. একটি মরশুমে সব থেকে বেশি ছক্কা: ১৬টি মরশুমের মধ্যে আইপিএল ২০২৩-তে সব থেকে বেশি ছক্কা দেখা যায়। এবছর সাকুল্যে ১১২৪টি ছক্কা দেখা গিয়েছে। আগের রেকর্ড ছিল আইপিএল ২০২২-এর। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মোট ১০৬২টি ছক্কা দেখা যায়।
আইপিএল ২০২৩: ১১২৪টি ছক্কা
আইপিএল ২০২২: ১০৬২টি ছক্কা
আইপিএল ২০১৮: ৮৭২টি ছক্কা
৩. সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি: ১৬টি মরশুমের মধ্যে আইপিএল ২০২৩-তে সব থেকে বেশি হাফ-সেঞ্চুরি দেখা যায়। এই প্রথমবার আইপিএলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির সংখ্যা দেড়শো ছাড়ায়। এবছর টুর্নামেন্টে হাফ-সেঞ্চুরি হয়েছে মোট ১৫৩টি। আগের রেকর্ড ছিল আইপিএল ২০২২-এর। গত বছর আইপিএলে ১১৮টি হাফ-সেঞ্চুরি দেখা যায়।
আইপিএল ২০২৩: ১৫৩টি হাফ-সেঞ্চুরি
আইপিএল ২০২২: ১১৮টি হাফ-সেঞ্চুরি
আইপিএল ২০১৬: ১১৭টি হাফ-সেঞ্চুরি
৪. সব থেকে বেশি ২০০ বা তারও বেশি রানের দলগত ইনিংস: আইপিএল ২০২৩-তে রেকর্ড সংখ্যক ইনিংসে ২০০ বা তারও বেশি রান উঠেছে। ৭৪টি ম্যাচে মোট ৩৭ বার ২০০ বা তারও বেশি রানের ইনিংস দেখা যায়। আগের রেকর্ড ছিল আইপিএল ২০২২-এর। গত বছর আইপিএলে ১৮টি ২০০ বা তারও বেশি রানের ইনিংস দেখা যায়।
আইপিএল ২০২৩: ৩৭টি ২০০+ ইনিংস
আইপিএল ২০২২: ১৮টি ২০০+ ইনিংস
আইপিএল ২০১৮: ১৫টি ২০০+ ইনিংস
৫. সব থেকে বেশিবার ২০০ বা তারও বেশি রান তাড়া করে জয়: আইপিএল ২০২৩-তে ১৬টি মরশুমের মধ্যে সব থেকে বেশি ৮ বার ২০০ বা তারও বেশি রান তাড়া করতে নেমে জয় তুলে নেওয়ার ঘটনা চোখে পড়ে। মুম্বই ইন্ডিয়ান্স একাই ৪ বার এমন কৃতিত্ব দেখায়। এর আগে ২০১৪ সালে ৩টি ম্যাচে ২০০ বা তারও বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়ার ঘটনা দেখা গিয়েছিল।
আইপিএল ২০২৩: ৮টি ম্যাচে ২০০+ তাড়া করে জয়
আইপিএল ২০১৪: ৩টি ম্যাচে ২০০+ তাড়া করে জয়
আইপিএল ২০১০, ২০১৮, ২০২২: ২টি করে ম্যাচে ২০০+ তাড়া করে জয়
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।