২০২৩ আইপিএল-এ যদি এমন একজন ক্রিকেটার থেকে থাকেন, যিনি দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন, যাঁকে ঘিরে আবেগে ভাসছেন ভক্তরা, তিনি আর কেই নন, মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে খুব বেশি পারফরম্যান্স করছেন না। ১৩টি ম্যাচে মাত্র ৫০ বল করেছেন। অথট সিএসকে যেখানেই খেলছে বা খেলতে যাচ্ছে, সব ভেন্যুতেই ‘ধোনি ধোনি’ শব্দব্রহ্মে উদ্বেল হয়ে উঠছে গোটা স্টেডিয়াম।
রবিবার সন্ধ্যায় সিএসকে-এর হোম ভেন্যু চিপকেও একই দৃশ্য দেখা গেল। কেকেআর-এর বিরুদ্ধে দলের ছয় উইকেটে হারের কথাও ধোনিকে ঘিরে আবেগের মাঝে বেমালুম ভুলে যান সিএসকে ভক্তরা। সুপার কিংস এ দিন চিপকে তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলে ফেলল। সেই ম্যাচের পর টিমের সতীর্থদের সঙ্গে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন ধোনি। হারের জ্বালা ভুলে সেই সময়ে আবেগের বিস্ফোরণ ঘটে চিপকে।
আরও পড়ুন: পাকিস্তান থেকে এশিয়া কাপ সরলে ODI WC-ও বয়কট করবে বাবররা- দাবি PCB চেয়ারম্যানের
ধোনি হাঁটুতে শক্ত করে বরফ বেঁধে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। এবং একটি র্যাকেটের মাধ্যমে গ্যালারিতে সিএসকে-এর জার্সি এবং টেনিস বল পাঠান। যাঁরা গ্যালারির ভিতরে খুব কাছাকাছি ছিলেন, তাঁদের সেলফি তুলতে আর অটোগ্রাফ নিতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়। ব্যাটিং মাস্টার সুনীল গাভাসকর, যিনি ধারাভাষ্য প্যানেলের অংশ, তিনি আবার নিজের শার্টে একটি ধোনির অটোগ্রাফ নেন। এর পর একে অপরকে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: হাঁটুতে বরফ বাঁধা, খুঁড়িয়ে খুঁড়িয়ে চিপক প্রদক্ষিণ ধোনির, দিলেন ভক্তদের উপহার- ভিডিয়ো
অনেকেই মনে করছেন, এটি চিপকে ধোনির খেলা লিগের শেষ ম্যাচ হয়ে গেল। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফও এই রকমই মনে করেন এবং স্টার স্পোর্টসের শো ক্রিকেট লাইভে ২০২২ সালের ন্যাটওয়েস্ট ফাইনালের নায়ক বলেছেন, ‘আমি মনে করি এমএসডি যথেষ্ট ইঙ্গিত দিয়েছে যে, এটিই ওর শেষ আইপিএল। ও গোটা বিশ্বকেই এ ভাবে অনুমান করার উপর ছেড়ে দেয়। এবং এটাই ওর স্বভাব। কিন্তু আমার অন্তর্দৃষ্টি হল, ধোনি আগামী বছর আইপিএল খেলবে না।’
গাভাসকর যে ধোনির অটোগ্রাফ নিয়েছেন, সেই সম্পর্কে কাইফ বলেছেন, ‘আমরা সানি স্যারকে অন্য কোনও ক্রিকেটারের অটোগ্রাফ নিতে দেখিনি। সুনীল গাভাসকরের মতো একজন মহান ব্যক্তি ওর শার্টে ধোনির অটোগ্রাফ নেওয়াটা আসলে ধোনির মাহত্ত্বের কারণে।’
রবিবার টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল সিএসকে। ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছিল চেন্নাই। ১৪৫ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ফেলে নাইটরা। ৬ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। রবিবার ১১ বছর পর সিএসকে-র ঘরের মাঠে তাদের হারাল নীতীশ রানার দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।