শ্রেয়স আইয়ার নিতান্ত খেলতে না পারলে কেকেআরের নেতৃত্ব হাতে পাওয়ার অন্যতম দাবিদার নীতিশ রানা। কোনও ভারতীয় ক্রিকেটারের হাতে কেকেআর নেতৃত্ব তুলে দিতে চাইলে দৌড়ে এগিয়ে রানাই। তবে ফ্র্যাঞ্চাইজিকে তুমুল অস্বস্তিতে ফেলে চোট পেয়ে বসেন নীতিশ।
আইপিএলের আগে প্রথম প্রস্তুতি শিবির থেকেই নাইট রাইডার্সের অন্দরমহলে রয়েছে রানা। তিনি কলকাতায় এসে পৌঁছন প্রথম ব্যাচের ক্রিকেটারদের সঙ্গে। ইডেনে শেষ মুহূর্তের প্রস্তুতিতেও নিজেকে মগ্ন করেন নীতিশ। তবে দিল্লির তারকা ব্যাটসম্যান প্র্যাক্টিসের সময়েই গোড়ালিতে চোট পেয়ে বসেন। বৃহস্পতিবার ইডেনে অনুশীলন করার সময় চোট লাগে রানার বাঁ-পায়ের গোড়ালিতে।
যদিও চোট নিয়ে খুব একটা উদ্বেগে নেই রানা। তবে তাঁর আহত হওয়া নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় রাখবে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে। কেননা ইতিমধ্যেই চোট-আঘাত সমস্যায় কাবু নাইট রাইডার্স। ক্যাপ্টেন শ্রেয়সকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। তার মাঝেই হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কিউয়ি পেসার লকি ফার্গুসন। এবার নতুন করে কেউ গুরুতর চোট পেয়ে বসলে টুর্নামেন্ট শুরুর আগেই কোণঠাসা হয়ে পড়বে নাইট রাইডার্স।
উল্লেখ্য, এবছর আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। আমদাবাদে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ১ এপ্রিল অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। মোহালিতে কেকেআরের প্রথম প্রতিপক্ষ পঞ্জাব কিংস।
২৯ মার্চ প্রথম ম্যাচের জন্য মোহালির উদ্দেশ্যে রওনা দেবে কেকেআর। নাইট রাইডার্স ইডেনে তাদের প্রথম ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরও পড়ুন:- IPL 2023: দলের অন্দরমহলেই গুঞ্জন, ভবিষ্যতে গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হতে পারেন গিল
রানা গত আইপিএলে কলকাটা নাইট রাইডার্সের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ১৪ ম্য়াচে ব্যাট করে তিনি ২৭.৭৬ গড়ে ৩৬১ রান সংগ্রহ করেন। ২টি হাফ-সেঞ্চুরি করেন রানা।
সব মিলিয়ে আইপিএলের ৭টি মরশুমে মোট ৯১টি ম্যাচ খেলেছেন নীতিশ। তিনি ২৮.৩২ গড়ে ২১৮১ রান সংগ্রহ করেছেন। স্ট্রাইক-রেট ১৩৪.২২। হাফ-সেঞ্চুরি করেছেন ১৫টি। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মোট ১১১টি ছক্কা মেরেছেন নীতিশ রানা। আইপিএলে সাকুল্যে ৭টি উইকেটও নিয়েছেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।