বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ভারতীয় দলে ডাক পাওয়ার কথা ভাবছিই না- প্লে-অফে উঠতে না পারায় মন খারাপ KKR-এর রিঙ্কুর

IPL 2023: ভারতীয় দলে ডাক পাওয়ার কথা ভাবছিই না- প্লে-অফে উঠতে না পারায় মন খারাপ KKR-এর রিঙ্কুর

রিঙ্কু সিং।

রিঙ্কু এই বছর আইপিএলের ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন। চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। তাঁর গড় ৫৯.২৫। রিঙ্কু অবশ্য এখনই ভারতীয় দলে খেলা নিয়ে খুব বেশি কিছু ভাবছেন না। এই নিয়ে তিনি চিন্তিতও নন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে রিঙ্কু সিং দুরন্ত লড়াই করেছেন। রিঙ্কু সিং ঝোড়ো ৩৩ বলে ৬৭ রান করেন। শেষ বলে ছক্কাও হাঁকান। তবু দলকে জেতাতে পারেননি তিনি। লখনউয়ের দেওয়া ১৭৭ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে কেকেআর-এর প্রয়োজন ছিল ৪১ রান। সেখান থেকে দুই ওভারে ৩৯ রান হয়। ১ রানে হারে নাইটরা। শেষ ওভারে হয় ১৯ রান।

তিনি ম্যাচের পরে সাংবাদিকদের বলেন, ‘পাঁচ বলে ছয়ের কথা মাথায় ছিল। আমি খুব নিরুদ্বেগ ছিলাম এবং ভেবেছিলাম যে আমি আমার মতো মারব। শেষ ওভারে আমাদের দরকার ছিল ২১ রান। আমি একটি বল মিস করেছি। না হলে আমরাই জিততাম।’

আরও পড়ুন: প্লে-অফের জন্য একটি জায়গাই বাকি, RCB, MI নাকি RR- কার শিকে ছিঁড়বে? রয়েছে জটিল অঙ্কের হিসেব

রিঙ্কু সিং ১৯তম ওভারে ফাস্ট বোলার নবীন-উল-হককে পিটিয়ে ২০ রান নেন। এবং শেষ ওভারে লখনউয়ের ইমপ্যাক্ট প্লেয়ার যশ ঠাকুরের শেষ তিন বলে ২টি ছক্কা এবং একটি চার মারেন। তবে কলকাতা নাইট রাইডার্সের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১৭৫ রানে।

রিঙ্কু এই বছর আইপিএলের ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন। চারটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। তাঁর গড় ৫৯.২৫। এই মরশুমটা রিঙ্কুর ভালো কাটলেও, কেকআর-এর ভালো কাটেনি। রিঙ্কু অবশ্য এখনই ভারতীয় দলে খেলা নিয়ে খুব বেশি কিছু ভাবছেন না। এই নিয়ে তিনি চিন্তিতও নন।

রিঙ্কু বলেছেন, ‘যখন এই রকম ভালো মরশুম কাটে, তখন সত্যিই খুব ভালো লাগে। আমি ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। আমি যে ভাবে খেলছি, সেই ভাবেই কাজ খেলে যাব।’

আরও পড়ুন: ধারাবাহিকতার অভাব, নীতীশের অপরিপক্কতা, ভুল দল নির্বাচন- KKR-এর ব্যর্থতার ৫ কারণ

আলিগড়ের তারকা স্বীকার করেছেন যে, পাঁচটি ছক্কার পরে তাঁর জীবন আমূল বদলে গিয়েছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে তাদের মিডিয়াম পেসার যশ দয়ালের বলে পরপর পাঁচটি ছক্কা মেরে কেকেআর-কে জিতিয়েছিলেন রিঙ্কু। শেষ পাঁচটি ডেলিভারিতে ২৮ রানের প্রয়োজন ছিল। আর রিঙ্কু ৫ বলে ৩০ করে সকলকে চমকে দেন। সে বার মাত্র ২১ বলে তার অপরাজিত ৪৮ রান করে কেকেআর-কে তিন উইকেটে জয় এনে দেন।

রিঙ্কু বলেন, ‘পরিবার খুব খুশি। গত বছর থেকে মানুষ আমাকে চিনতে শুরু করেছে। কিন্তু যখন থেকে আমি পাঁচটি ছক্কা মেরেছি, তখন থেকে আমি অনেক সম্মান পাচ্ছি।’

এই বছরের আইপিএলে কেকেআরের পারফরম্যান্স সম্পর্কে আলিগড়ের তারকা বলেছেন, ‘আমাদের দলটা কিন্তু বেশ ভালো। তবে আমরা সব বিভাগেই কয়েকটি ভুল করেছি এবং প্লে-অফ ওঠার ক্ষেত্রে কিছুটা আমাদের ভাগ্যও সঙ্গ দেয়নি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন