শুভব্রত মুখার্জি: চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসে যেন এই দুটি নাম সমার্থক! আইপিএলের ইতিহাসে অন্যতম সফলতম অধিনায়ক সমর্থকদের আদরের 'ক্যাপ্টেন কুল'। সিএসকে-কে এনে দিয়েছেন চারটি আইপিএলের ট্রফি। বয়স যত বেড়েছে, তত তাঁর মানসিক ক্ষিপ্রতাও যেন বেড়েছে সমান তালে। গেম রিডিং থেকে ক্রিকেটারদের শক্তি, দুর্বলতার জায়গা বুঝে তাঁদেরকে সেই ভাবে ব্যবহার করাতে ধোনির জুড়ি মেলা ভার। শনিবাসরীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল সিএসকে। ফলে প্লে অফে যাওয়ার পথে আরও এক ধাপ এগোল চেন্নাই। আর এমন আবহেই নিজের ইচ্ছার কথা, নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে তাঁর পরামর্শ ভাবনা চিন্তা সব বিষয়ে একেবারে মন খুলে 'স্ট্রেট ব্যাটে' খেললেন মাহি।
শনিবার ম্যাচের পর ধোনি দলের নবীন তারকা মাথিশা পাথিরানাকে বলেছেন, টেস্ট ক্রিকেটের ধারেকাছে না যেতে। লাল বল নিয়ে ভাবনাচিন্তা এখনই ঝেড়ে ফেলতে। তাঁর মতে, ‘যে সব ক্রিকেটারদের বোলিং অ্যাকশন পরিষ্কার (প্রথাগত) নয় ,ব্যাটারদের খুব অসুবিধা হয় তাদের বল বুঝতে। ব্যাটাররা যখন বোলারদের মারতে যায়, তখন আরও বেশি সমস্যা হয়। তবে ওর (পাথিরানার) ধারাবাহিকতা, বোলিং বৈচিত্র্য, ওর বলের গতি ওকে স্পেশ্যাল করে তুলেছে। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তা হল যে, ও কতটা পরিমাণ ক্রিকেট খেলছে সে দিকে নজর দিতে হবে। আমি মনে করি, লাল বলের ক্রিকেট (টেস্ট এবং প্রথম শ্রেণীর ম্যাচ) ওর একেবারেই খেলা উচিত নয়। এই ফর্ম্যাটের ক্রিকেটের ধারে কাছেই ওর যাওয়া উচিত নয়। ওর উচিত একমাত্র আইসিসি টুর্নামেন্টগুলো খেলা। বিশেষ করে ওয়ানডে খেলা। কারণ ও এমন একজন বোলার নয় যে, ওর রাতারাতি সব কিছু বদলে যাবে। তবে সমস্ত আইসিসি টুর্নামেন্টের জন্য যাতে ও সম্পূর্ণ ফিট থাকে, সে দিকেও খেয়াল রাখতে হবে। তা হলে শ্রীলঙ্কার হয়ে ভবিষ্যতেও অনবদ্য এক সম্পদ হতে পারে। তবে এটা ভুললেও চলবে না যে, ও খুব নবীন একজন ক্রিকেটার। গত বার যখন ও খেলতে এসেছিল খুব রোগা ছিল। তবে এখনও আগের থেকে শক্তিশালী হয়েছে। মাসেল গজিয়েছে ভালো। আমি মনে করি, ও (পাথিরানা) দীর্ঘ দিন শ্রীলঙ্কাকে ক্রিকেটকে সার্ভ করবে। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে, ও কতটা বল করছে। ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সঠিক ভাবে হওয়া খুব প্রয়োজন।’
আরও পড়ুন: শামিকে টপকে বেগুনি টুপির মালিক তুষার, ৫০০-র গণ্ডি টপকে কমলা টুপির দখল নিলেন ফ্যাফ
শনিবারের ম্যাচে টস জিতলে কী করবে দল সেই নিয়ে 'মতবিরোধের' বিষয়টি নিয়েও অকপটে আলোচনা করেছেন তিনি। ধোনির মতে ,‘সত্যি বলতে আমি বিষয়টি নিয়ে (টস জিতে বোলিং করা নিয়ে) নিশ্চিত ছিলাম না। আমি প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। তবে দলের থিঙ্কট্যাঙ্ক আমাকে সম্মিলিত ভাবে বলে যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আমার কাছে অঙ্ক খুব সহজ ছিল। ম্যাচ ৩:৩০তে শুরু হবে। আমরা যদি প্রথমে ব্যাট করি, তা হলে আমরা দুই ঘন্টা ব্যাটিং করার সুবিধা পাব। ফলে খেলার অনেকটাই হয়ে যেত তখন। তবে আমার মত দলে কিছুটা হলেও সংখ্যালঘু হয়ে পড়ি। এর পর আমি বলি তা হলে সংখ্যাগরিষ্ঠরা যা বলছেস, তার সাথেই যাই আমরা। আমাদের শক্তি হল বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা। দলে যখন কোন বিষয় নিয়ে মতানৈক্য হবে তখন সংখ্যাগরিষ্ঠের মত শুনে চলা।’