লখনউ সুপার জায়ান্টস এবছর স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে। সেই তালিকায় নাম রয়েছে মণীশ পান্ডের। অভিজ্ঞ ভারতীয় তারকার বাদ পড়া বিশেষজ্ঞদের অবাক করেনি। তবে মণীশ নিজে সামনে আনলেন এমন একটি তথ্য, যা লখনউ ফ্র্যাঞ্চাইজির সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলতে পারে।
আসলে লখনউ যে পান্ডেকে স্কোয়াড থেকে ছেড়ে দিচ্ছে, একথা ফ্র্যাঞ্চাইজির তরফে তারকা ক্রিকেটারকে জানানো হয়নি। ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশের পরেই মণীশ তা জানতে পারেন, এমনটাই অভিযোগ কর্ণাটকের অভিজ্ঞ ব্যাটসম্যানের।
Sportskeeda-র সাক্ষাৎকারে মণীশ পান্ডের কাছে জানতে চাওয়া হয় লখনউ ফ্র্যাঞ্চাইজি তাঁকে ছেড়ে দেওয়ার আগে আলোচনা করেছিল কিনা। জবাবে পান্ডে বলেন, ‘না, আমি কোনও ফোন পাইনি। যেদিন তালিকা প্রকাশিত হয়, সেদিনই আমি এখবর জানতে পারি।’
মণীশ আরও বলেন, ‘কোনওরকম যথাযথ যোগাযোগই ছিল না। তবে হ্যাঁ, ঠিক আছে। প্লেয়ার হিসেবে আপনাকে এমন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। যখন আপনি খুব বেশি ম্যাচ খেলছেন না, সেই পরিস্থিতিতে লখনউয়ের দৃষ্টিকোণটা আমি বুঝতে পারছি। ওরা হয়ত আমাকে ছেড়ে দিয়ে অন্য কোনও প্লেয়ার বা অন্য কোনও পরিকল্পনার জন্য পকেটে কিছু টাকা বাড়িয়ে নিতে চেয়েছে।’
আরও পড়ুন:- বিদায় বেলায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্তা মন ছোঁবে ম্যান ইউ সমর্থকদের, কী লিখলেন CR7?
উল্লেখ্য, গতবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলাম থেকে মণীশ পান্ডেকে ৪ কোটি ৬০ লক্ষ টাকার বড় অঙ্কে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। যদিও ফ্র্যাঞ্চাইজির আস্থার যথাযথ মর্যাদা রাখতে পারেননি তিনি। ৬টি ম্যাচে মাঠে নেমে মণীশ ১৪.৬৬ গড়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।