আইপিএলের নতুন মরশুমের জন্য ধরে রাখা প্লেয়ারদের তালিকা প্রকাশের পরেই মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন ওয়াসিম জাফর। বিশেষ একটি ক্ষেত্রে নয়, বরং রোহিতদের একাধিক বিষয় নিয়ে ভাবনা-চিন্তার প্রয়োজন রয়েছে বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।
প্রথমত, জোফ্রা আর্চারকে এবছর আইপিএলে পাওয়া যাবে কিনা, তার উপর মুম্বইয়ের সাফল্যের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে বলে মনে করেন জাফর। দ্বিতীয়ত, মুম্বইয়ের স্পিন বোলিং নিয়েও সংশয় প্রকাশ করেন প্রাক্তন তারকা। নিলামে বিদেশি স্পিনারের দিকে ঝোঁকার অবকাশ কম মুম্বইয়ের। সেই মানের ভারতীয় স্পিনারের বিকল্পও নেই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের পুলে।
জাফর অবশ্য খুশি প্রকাশ করেন জেসন বেহরেনডর্ফকে ট্রেড উইন্ডো দিয়ে মুম্বই দলে ফেরানোয়। এক্ষেত্রে আর্চার-বুমরাহ-বেহরেনডর্ফের পেস ত্রয়ী মুম্বইকে শক্তিশালী করে তুলবে বলেই তাঁর বিশ্বাস।
ESPNCricinfo-র আলোচনায় জাফর বলেন, ‘আশা করি জোফ্রা আর্চার ফিট এবং ওকে পাওয়া যাবে। যদি ওকে পাওয়া না যায়, তবে মুম্বই বড়সড় সমস্যায় পড়বে। আর্চার, বুমরাহ ও বেহরেনডর্ফ মিলে শক্তিশালী পেস আক্রমণ তৈরি করবে। উত্তরাখণ্ডের আকাশ মাধওয়ালকে আমি জানি, ও সম্ভাবনাময়। তবে ওদের (মুম্বইয়ের) স্পিন বিভাগ খুব দুর্বল। হৃত্বিক শোকিন কতকগুলি ম্যাচ খেলেছে বটে, তবে ও অফ-স্পিনার। যদি ওরা ওয়াংখেড়েতে খেলে, তবে ও খুব বেশি কার্যকরী হবে না। কুমার কার্তিকেয়া বেশ কিছু ম্যাচ খেলেছে এবং ওকে নিয়ে বিশেষ সমস্যা নেই।’
জাফর আরও বলেন, ‘তবে আবার বলছি, তেমন একটা ওভিজ্ঞতা নেই ওদের। তাই নিলামে মরিয়া হয়ে যথাযথ স্পিনারের খোঁজ করতে হবে মুম্বইকে। বিদেশি স্পিনারদের দিকে তাকানোর তেমন একটা অবকাশ নেই ওদের। কারণ (প্রথম একাদশে) তাদের জায়গা হওয়াই মুশকিল। কেননা, টিম ডেভিড খেলবে। ত্রিস্তান স্টাবস, আর্চার, বেহরেনডর্ফ, এরাও খেলবে। তাই আমি বুঝতে পারছি না, ওদের ঘরোয়া স্পিনার কে হবে?’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।