বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Qualification Scenarios: চুলোয় যাক রান-রেট, পয়েন্টে পিছিয়েই আইপিএল থেকে ছিটকে যেতে পারে CSK, দেখুন কীভাবে

IPL 2023 Qualification Scenarios: চুলোয় যাক রান-রেট, পয়েন্টে পিছিয়েই আইপিএল থেকে ছিটকে যেতে পারে CSK, দেখুন কীভাবে

মহেন্দ্র সিং ধোনি ও ডোয়েন ব্র্যাভো। ছবি- পিটিআই।

IPL 2023 Playoff Qualification Equation: লখনউয়ের কাছে মুম্বই হারায় লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায় গুজরাট টাইটানসের। আর কোনও দলের পক্ষে হার্দিকদের ছোঁয়া সম্ভব নয়।

মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে মুম্বই ইন্ডিয়ান্স হেরে যাওয়ায় জমে ওঠে আইপিএল ২০২৩-এর প্লে-অফে যোগ্যতা অর্জনের লড়াই। একদিকে গুজরাট টাইটানসের লিগ চ্যাম্পিয়ন হওয়া যেমন নিশ্চিত হয়ে যায়, অন্যদিকে চেন্নাইয়ের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এক ঝটকায়। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের শেষ ম্যাচে ধোনিরা জিততে না পারলে বিপদ ঘনিয়ে আসতে পারে সিএসকের।

আইপিএল ২০২৩-এর সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল:-
১. গুজরাট- ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট (প্লে-অফ নিশ্চিত)
২. চেন্নাই- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট
৩. লখনউ- ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট
৪. মুম্বই- ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট
৫. ব্যাঙ্গালোর- ১২ ম্যাচে ১২ পয়েন্ট
৬. রাজস্থান ১৩ ম্যাচে ১২ পয়েন্ট
৭. কলকাতা- ১৩ ম্যাচে ১২ পয়েন্ট
৮. পঞ্জাব- ১২ ম্যাচে ১২ পয়েন্ট
৯. হায়দরাবাদ- ১২ ম্যাচে ৮ পয়েন্ট
১০. দিল্লি- ১২ ম্যাচে ৮ পয়েন্ট

কাদের কটি ম্যাচ বাকি:-
১. গুজরাট- ১টি ( বনাম ব্যাঙ্গালোর)
২. চেন্নাই- ১টি (বনাম দিল্লি)
৩. লখনউ- ১টি (বনাম কলকাতা)
৪. মুম্বই- ১টি (বনাম হায়দরাবাদ)
৫. ব্যাঙ্গালোর- ২টি (বনাম হায়দরাবাদ ও গুজরাট)
৬. রাজস্থান- ১টি (বনাম পঞ্জাব)
৭. কলকাতা- ১টি (বনাম লখনউ)
৮. পঞ্জাব- ২টি (বনাম দিল্লি ও রাজস্থান)
৯. হায়দরাবাদ- ২টি (বনাম মুম্বই ও ব্যাঙ্গালোর)
১০. দিল্লি- ২টি (বনাম চেন্নাই ও পঞ্জাব)

আরও পড়ুন:- LSG vs MI: শেষ ওভারে দরকার ছিল ১১, তাও জিততে পারল না মুম্বই, পয়েন্টে ধোনিদের ছুঁল লখনউ

চেন্নাই কীভাবে ছিটকে যেতে পারে:-
প্রথমত: চেন্নাই যদি দিল্লির কাছে তাদের শেষ ম্যাচ হারে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৫।

দ্বিতীয়ত: লখনউ তাদের শেষ ম্যাচে কলকাতাকে হারালে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৭। লখনউ শেষ ম্যাচ হারলেও নেট রান-রেটে চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকলেই চলবে। তাহলে ১৫ পয়েন্টই যথেষ্ট হতে পারে সুপার জায়ান্টসের।

তৃতীয়ত: মুম্বই তাদের শেষ ম্যাচে হায়দরাবাদকে হারালে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬।

চতুর্থত: ব্যাঙ্গালোর (হায়দরাবাদ ও গুজরাটের বিরুদ্ধে) অথবা পঞ্জাব (দিল্লি ও রাজস্থানের বিরুদ্ধে), কোনও একদল তাদের শেষ ২টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬।

সেক্ষেত্রে কারা প্লে-অফে যাবে: এক্ষেত্রে গুজরাট (১৮ অথবা ২০ পয়েন্ট), লখনউ (১৭), মুম্বই (১৬) ও ব্যাঙ্গালোর বা পঞ্জাব (১৬) প্লে-অফে জায়গা করে নেবে।

আরও পড়ুন:- LSG vs MI: প্যাড পরে বিমানবন্দরে নেহাল ওয়াধেরা, তরুণ ক্রিকেটারকে আজব শাস্তি দিল মুম্বই ইন্ডিয়ান্স- ভিডিয়ো

চেন্নাই কীভাবে প্লে-অফে যেতে পারে: চেন্নাই তাদের শেষ ম্যাচ জিতলে ১৭ পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে তাদের প্লে-অফ খেলা কেউ আটকাতে পারবে না। তবে ধোনিরা শেষ ম্যাচ হেরেও শেষ চারে জায়গা করে নিতে পারেন। মুম্বই, লখনউ, ব্যাঙ্গালোর ও পঞ্জাবের মধ্যে কোনও ২টি দল ১টি করে ম্যাচ হারলেই ১৫ পয়েন্ট নিয়েও প্লে-অফ খেলবে চেন্নাই।

লিগ চ্যাম্পিয়ন গুজরাট: বর্তমান পরিস্থিতিতে নিজেদের এক ম্যাচ বাকি থাকতেই গুজরাট টাইটানস লিগ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে ফেলে। আর কোনও দলের পক্ষে ১৮ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়। সুতরাং প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত হার্দিক পান্ডিয়াদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন