বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023 Points Table: DC-র মতো প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ KKR-এর, অক্সিজেন পেল RR

IPL 2023 Points Table: DC-র মতো প্লে-অফের স্বপ্ন কার্যত শেষ KKR-এর, অক্সিজেন পেল RR

কেকেআর-এর প্লে-অফের আশা কার্যত শেষ।

কলকাতা এবং দিল্লির টিমের যা হাল, প্লে-অফে ওঠার যে জটিল অঙ্কের মধ্যে তারা দাঁড়িয়ে, তাতে তাদের আশা কার্যত শেষ। কারণ সেই জটিল অঙ্কের হিসেব মেলানো অসম্ভব। কলকাতা নাইচ রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচের পর বাকি টিমগুলোর কী হাল, দেখে নিন এক নজরে: 

শুক্রবার ঘরের মাঠে হেরে নিজেরাই ডুবল কলকাতা নাইট রাইডার্স। তাদের প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ। জটিল অঙ্কের হিসেবে হয়তো সামান্য কিছু আশা রয়েছে। কিন্তু সেই অঙ্কটা এতটাই কঠিন, যে তার হিসেব মেলানো কার্যত অসম্ভব। যদিও কেকেআর এখনও আইপিএল পয়েন্ট টেবলের সাতে রয়েছে। তবে ১২ ম্যাচের মধ্যে সাতটিতে হেরে বসে থাকলে নতুন করে অক্সিজেন পাওয়ার সম্ভাবনা তলানিতে চলে যায়। কোন দল হারবে, বা জিতবে, সেই অঙ্কটা কখনও মেলানো সম্ভব হয় না। এ দিকে কেকেআর-কে হারিয়ে তিনে উঠে এসেছে রাজস্থান রয়্যালস। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা অক্সিজেন পেয়ে গিয়েছে।

আরও পড়ুন: IPL-এর সবচেয়ে বড় রেকর্ড করলেন যশস্বী জসওয়াল, ১৩ বলে পঞ্চাশ করে গড়লেন ইতিহাস

কলকাতা নাইট রাইডার্সের মতোই হাল দিল্লি ক্যাপিটালসের। তারাও কার্যত ছিটকে গিয়েছে। প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। দিল্লি, কলকাতা দল বাদ দিয়ে বাকি আট দল এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছে। এ দিকে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস প্লে-অফের দরজার সামনেই দাঁড়িয়ে। বাকিরা লড়াই চালাচ্ছে।

আরও পড়ুন: ইডেনে ইতিহাস গড়লেন চাহাল, ব্র্যাভোকে টপকে IPL-এ সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন যুজবেন্দ্র

এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:

১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১১, জয়: ৮, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১৬, নেট রানরেট: ০.৯৫১

২) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১২, জয়: ৭, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১৫, নেট রানরেট: ০.৪৯৩

৩) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১২, জয়: ৬, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: ০.৬৩৩

৪) মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ: ১১, জয়: ৬, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ১২, নেট রানরেট: -০.২৫৫

৫) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.২৯৪

৬) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৩৪৫

৭) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১২, জয়: ৫, পরাজয়: ৭, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৩৫৭

৮) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৪১

৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৪৭২

১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১১, জয়: ৪, পরাজয়: ৭, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৬০৫

বন্ধ করুন