২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েক জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ইতিমধ্যে নজর কেড়েছেন। যশস্বী জয়সওয়াল, আয়ুশ বাদোনি, নেহাল ওয়াধেরার মতো তরুণ প্লেয়াররা বেশ লড়াই চালাচ্ছেন। অন্যদের মধ্যে এই মরশুমে চিত্তাকর্ষক পারফরম্যান্স করে নিজের আলাদা একটি জায়গা করে ফেলেছেন পঞ্জাব কিংসের জিতেশ শর্মা। মিডল এবং লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিং করে জিতেশ এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১৬০.৪৯ -এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ২৬০ রান করে ফেলেছেন।
আরও পড়ুন: অসুস্থ হয়ে মাঠেই বমি করতে শুরু করেছিলেন কার্তিক, এখন কেমন আছেন, আপডেট দিলেন RCB কোচ
উইকেটরক্ষক-ব্যাটসম্যান গত বছরও বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন। এ বার তিনি এখনও পর্যন্ত অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। যে কারণে সীমিত ওভারের স্কোয়াডে ভারতীয় দলে তাঁকে ডাকাও হয়েছিল। এর আগে জিতেশ টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন। এই মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সঞ্জু স্যামসনের বদলি হিসেবে তিনি গিয়েছিলেন। যদিও তিনি একাদশে জায়গা পাননি।
আরও পড়ুন: অভিমন্যুর চক্রব্যুহের ফাঁদ পেতেছিল RCB- সেই জাল কী ভাবে কাটলেন,খোলসা করলেন স্কাই
জিতেশের পারফরম্যান্সে একেবারে মুগ্ধ সুরেশ রায়না। যিনি জিও সিনেমার আইপিএল বিশেষজ্ঞও। একটি আলোচনার সময়ে বলছিলেন, ‘ও এখনও পর্যন্ত মিডল অর্ডারে দুর্দান্ত খেলছে। ও কিছু ক্যামির-র ভূমিকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ও একজন আক্রমণাত্মক খেলোয়াড়। ইতিমধ্যেই ভারতীয় দলের অংশও ছিল। তবে হ্যাঁ, ও একজন দুর্দান্ত মধ্যম সারির খেলোয়াড় হতে পারে। ওর উইকেটকিপিং দক্ষতা ভালো। ও যে ভাবে ব্যাটিং করছে, তাতে সত্যিই সবাইকে মুগ্ধ করেছে। আমি নিশ্চিত নির্বাচকেরা ওকে আবারও ডাকবেন। ওর মেরে খেলার ক্ষমতা সত্যিই ভালো, এবং ভবিষ্যতে ওকে আরও অনেক কিছু করতে দেখা যাবে।’
এর আগে ২০১৬-১৭ মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছিলেন জিতেশ। গত বছর পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে অভিষেক হয় তাঁর। মুম্বইয়ের হয়ে একটি ম্যাচেও সুযোগ পাননি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করেছেন। যে কারণে ২০২২ আইপিএলের নিলামে পঞ্জাব তাঁকে দলে নেয়।