বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > পৃথ্বী-সরফরাজদের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে IPL-এও তুলে ধরতে হবে: জাফর

পৃথ্বী-সরফরাজদের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে IPL-এও তুলে ধরতে হবে: জাফর

সরফরাজ খান ও পৃথ্বী শ

চলতি আইপিএলে অত্যন্ত খারাপ ফর্মে রয়েছেন পৃথ্বী শ। মাত্র ছয় ম্যাচ খেলেছেন তিনি এই মরশুমে। করেছেন মাত্র ৪৭ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও কথা বলতে দেখা যায় পৃথ্বী শ'কে।

শুভব্রত মুখার্জি: বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই প্রতিভাবান ক্রিকেটার পৃথ্বী শ এবং সরফরাজ খান। রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি-সহ সমস্ত ঘরোয়া ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স রয়েছে এই দুই ব্যাটারের। কিন্তু আইপিএলে এখনও পর্যন্ত এই দুই ব্যাটার সেইভাবে তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। চলতি মরশুমে এতটাই খারাপ ফর্মে ব্যাটিং করেছেন যে দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ'কে এবং সরফরাজ খানকে তাদের প্রথম একাদশ থেকে বসাতে বাধ্য হয়েছে। আর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ তথা প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।

চলতি আইপিএলে অত্যন্ত খারাপ ফর্মে রয়েছেন পৃথ্বী শ। মাত্র ছয় ম্যাচ খেলেছেন তিনি এই মরশুমে। করেছেন মাত্র ৪৭ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও কথা বলতে দেখা যায় পৃথ্বী শ'কে। ধোনি, পৃথ্বীকে প্রশ্নও করেন তাঁর হালচাল নিয়ে। যে প্রশ্ন হয়ত এই মুহূর্তে রয়েছে অনেকের। ২০২২/২৩ মরশুমেই পৃথ্বী রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ত্রিশতরান করেছিলেন। তাঁর হঠাৎ করেই এই ফর্মহীনতা চিন্তায় ফেলে দিয়েছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ককেও। গত মরশুমেও দিল্লির হয়ে ২৮৩ রান করেছিলেন তিনি। যার মধ্যে ১৯৩ রান আবার করেছিলেন পাওয়ার প্লেতে।

তবে পৃথ্বী একা নন। ফর্মহীনতায় ভুগছেন সরফরাজ খানও। তিনি এখনও পর্যন্ত ১২টি আইপিএলের ইনিংস খেলেছেন সব মিলিয়ে। করেছেন মাত্র ১৪২ রান। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে পঞ্জাব কিংসের ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের মত আইপিএলের চাপ এই দুই ক্রিকেটার হয়ত কোনওভাবে নিতে পারছে না। যার প্রভাব পড়ছে তাদের ব্যাটিংয়ে। তিনি বলেন 'আমি এটা কখনও বলব না যে খুব বেশি ফারাক রয়েছে (ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে)। তবে দুই পর্যায়ে চাপের ফারাকটা রয়েছে। আমি মনে করি এটাই মূল পার্থক্য। যা সমস্যার কারণ হয়ে দাড়াচ্ছে পৃথ্বী এবং সরফরাজের কাছে। মুস্তাক আলি ট্রফি খেলার সময় তুমি তোমার রাজ্যের প্রতিনিধিত্ব করছ। ফলে তুলনামূলক রিল্যাক্স থাকে অনেকে। তবে আইপিএলে আসার পরেই যখন তুমি কয়েকটা ম্যাচে পরপর পারফরম্যান্স করতে পার না, তখন তোমাকে বাধ্য হয়েই প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়। কারণ অনেকেই অপেক্ষা করে রয়েছে সুযোগ পাওয়ার। এখানে প্রাইস ট্যাগের একটা আলাদা চাপও রয়েছে। পৃথ্বী এর আগে ভালো খেলেছে আইপিএলে। এই মরশুমেই ওর ব্যাটে রান নেই। এটা হতেই পারে। এই ফর্ম্যাটে আমরা আগেও দেখেছি তারকা ক্রিকেটারদের সঙ্গে এমন হয়েছে। সরফরাজের পরপর তিনটি ঘরোয়া মরশুম দারুণ কেটেছে। পরপর তিন মরশুম ১০০০ করে রান করাটা মোটেও সহজ ব্যাপার নয়। তবে সেই পারফরম্যান্সও আইপিএলে দেখাতে পারেনি। এখন যখন তুমি ভারতীয় দলে ঢোকার লড়াই চালাচ্ছ তখন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আইপিএলেও তুলে ধরতে হবেই।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.