বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘পৃথ্বী ভাবে ও একজন স্টার’, গিলের সঙ্গে তুলনা টেনে শ-কে বাস্তবের হদিশ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

‘পৃথ্বী ভাবে ও একজন স্টার’, গিলের সঙ্গে তুলনা টেনে শ-কে বাস্তবের হদিশ দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

শুভমন গিল ও পৃথ্বী শ। ছবি- আইপিএল।

যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের দুই সতীর্থের তুলনায় প্রাক্তন তারকা চোখে আঙুল দিয়ে দেখান, ‘আজ গিল কোথায় আর পৃথ্বী কোথায়’।

শুভমন গিলকে নিয়ে যতটা আপ্লুত, কারসন ঘাউড়ি ঠিক ততটাই ক্ষুব্ধ পৃথ্বী শ-কে নিয়ে। চলতি আইপিএলে দুই তরুণ তুর্কির ব্যক্তিগত পারফর্ম্যান্স পাশাপাশি রেখে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার উপলব্ধি, পরিশ্রম না করলে প্রতিভা থেকেও লাভ নেই। তাঁর মতে, গিল নিজের ভুল-ভ্রান্তি নিয়ে খেটেছেন বলেই পরিশ্রমের ফসল পাচ্ছেন। পৃথ্বী নিজের খেলায় উন্নতির চেষ্টা করেননি, তাই ক্রমশ হারিয়ে যাচ্ছেন। এমনকি ঘাউড়ি কাটছাঁট ভাষায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে এও জানান যে, পৃথ্বী নিজেকে স্টার মনে করেন।

একদা একই সঙ্গে ভারতকে যুব বিশ্বচ্যাম্পিয়ন করেন পৃথ্বী শ ও শুভমন গিল। বর্তমানে গিল নিজেকে তিন ফর্ম্যাটেই জাতীয় দলে প্রতিষ্ঠিত করেছেন। পৃথ্বীর অবিলম্বে জাতীয় দলের আঙিনায় ফেরার সম্ভাবনা নিতান্ত কম দেখাচ্ছে। চলতি আইপিএলে গিল যেখানে ৮৫১ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ নিজের মাথায় রেখেছেন, পৃথ্বী সেখানে ৮টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ১০৬ রান সংগ্রহ করেন।

যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের দুই সতীর্থকে নিয়ে ঘাউড়ি বলেন, ‘২০১৮ সালে যুব বিশ্বকাপ জেতে যে দলটা, ওরা দু’জনে সেই একই দলে ছিল, তাই না? আজ পৃথ্বী শ কোথায় আর শুভমন গিল কোথায়? দু'জনকে সম্পূর্ণ আলাদা মেরুতে দেখাচ্ছে। নিজের খেলা নিয়ে তোমাকে খাটতে হবে। দখল নিতে হবে ক্রিজের। সেটা যদি করতে পারো, তুমি আরও বেশি রান পেতে বাধ্য।'

আরও পড়ুন:- এর আগে নয় নয় করে ৯ বার IPL-এর ফাইনাল খেলেছে CSK, চোখ রাখুন চেন্নাইয়ের জার্সিতে ধোনিদের সব খেতাবি লড়াইয়ে

যদিও ঘাউড়ি মনে করছেন যে, এখনও সময় রয়েছে। চেষ্টা করলে পৃথ্বী শ নিজের ভুল শোধরাতে পারেন এখনও। তাঁর কথায়, ‘ওরা একই বয়সের। এখনও কিছু হারিয়ে যায়নি। গিল নিজের ভুল শোধরাতে পরিশ্রম করেছে, পৃথ্বী তা করেনি। তবে ও এখনও সেটা করতে পারে। ওর কঠোর পরিশ্রম করা উচিত। তা নাহলে এত প্রতিভা থেকেও কোনও লাভ নেই।’

কারসন আরও একটু সুর চড়িয়ে বলেন, ‘পৃথ্বী ভাবে ও একজন স্টার, কেউ ওকে ছুঁতে পারবে না। তবে ওর বোঝা উচিত, টি-২০ হোক, ৫০ ওভারের ক্রিকেট হোক বা টেস্ট, আন্তর্জাতিক পর্যায়ে এমনকি রঞ্জি ট্রফিতেও তোমাকে আউট করতে দরকার মাত্র একটা বল। তোমার ধৈর্য ও অধ্যাবসায় দরকার।’

আরও পড়ুন:- Vitality Blast: ৩৪ বলে ধ্বংসাত্মক শতরান IPL-এ অবিক্রিত অজি তারকার, অল্পের জন্য বেঁচে গেল ক্রিস গেইলের T20 রেকর্ড

উল্লেখ্য, কারসন ঘাউড়ি ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৩৯টি টেস্ট ও ১৯টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.