বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: পা ভেঙে মাঠের বাইরে, ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে আইপিএলে? গুরুত্বপূর্ণ আপডেট দিল RCB

IPL 2023: পা ভেঙে মাঠের বাইরে, ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে আইপিএলে? গুরুত্বপূর্ণ আপডেট দিল RCB

আরসিবির জার্সিতে গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- আইপিএল।

IPL 2023 Player Retention: ভাঙা পায়ে তড়িঘড়ি অস্ত্রোপচার করাতে হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। তা সত্ত্বেও অজি অল-রাউন্ডারকে পরের আইপিএলের জন্য ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

জন্মদিনের পার্টিতে হুল্লোড়ের সময় পড়ে গিয়ে পা ভাঙে গ্লেন ম্যাক্সওয়েলের। ভাঙা পায়ে অস্ত্রেপচার করাতে হয়েছে তড়িঘড়ি। আপাতত তিনি বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে হয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

অন্তত ২ থেকে ৩ মাস ম্যাক্সওয়েলকে মাঠের বাইরে থাকতে হবে বলে খবর। এই অবস্থায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিছুটা ঝুঁকি নিয়েই তাঁকে আইপিএলের নতুন মরশুমের জন্য ধরে রাখে। রিহ্যাব শেষে পুরোপুরি ম্যাচ ফিট হতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা এখনই সম্ভব নয়। তবে পরবর্তী আইপিএল শুরু হতে অন্তত মাস চারেক সময় হাতে রয়েছে বলেই আরসিবি অজি তারকাকে রিটেন করার সাহস দেখায়।

আরও পড়ুন:- T20 World Cup: কারও কেরিয়ার শেষের পথে, কেউ আবার প্রত্যাশা পূরণে ব্যর্থ, এটাই হয়ত শেষ বিশ্বকাপ এই ৫ তারকার

আপাতত আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন ম্যাক্সওয়েলকে পরবর্তী আইপিএলে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেন সমর্থকদের। তিনি বলেন, ‘ম্যাক্সওয়েলকে নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে। পা ভাঙার পরেও ওকে ধরে রাখা নিয়ে সংশয় ছিলই। আমরা ওর দ্রুত সুস্থতা কামনা করি। আমাদের কাছে খবর রয়েছে যে, ও পরবর্তী আইপিএল বেশ কিছুদিন আগেই মাঠে ফিরবে।’

আরও পড়ুন:- বিশ্বচ্যাম্পিয়ন হয়েও বিশ্বসেরা নয় ইংল্যান্ড, ভারতই এক নম্বর T20 দল, জানিয়ে দিল ICC

টিম কম্বিনেশন নিয়ে পরে হেসন বলেন, ‘ফ্যাফ, বিরাট, ফিন অ্যালেন ও রজত পতিদারের টপ অর্ডার নিয়ে আমরা বেশ নিশ্চিন্তে রয়েছি। একটা শক্তিশালী টপ অর্ডার, যাদের ঘিরে রণকৌশল সাজানো যায়। ফিনিশারের ভূমিকায় গত মরশুমে দীনেশ কার্তিক অসাধারণ কাজ করেছে। পরে ভারতের হয়েও খেলেছে। ফিনিশার হিসেবে যে রকম অভিজ্ঞতা রয়েছে ওর, সেটা দলের জন্য অত্যন্ত মূল্যবান।’

বন্ধ করুন