বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Robin Uthappa on KKR: 'সম্মান দিলে তবে তা পাবে', CSK অনুগত রবিনের 'ছক্কা' KKR-কে, ঝরে পড়ল অভিমান

Robin Uthappa on KKR: 'সম্মান দিলে তবে তা পাবে', CSK অনুগত রবিনের 'ছক্কা' KKR-কে, ঝরে পড়ল অভিমান

রবিন উথাপ্পা ও তাঁর ছেলে

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচবছর কেকেআর-এর হয়ে খেলেছেন রবিন। ২০১৪ সালে কেকেআর-এর হয়ে আইপিএল জেতেন তিনি। পরে ধোনির নেতৃত্বে দু'টি সিজন খেলেন রবিন। ২০২১ সালে যখন সিএসকে তাঁদের চতুর্থ আইপিএল ট্রফি জেতে, তখন সেই দলের সদস্য ছিলেন উথাপ্পা।

গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন আইপিএল জয়ী কেকেআর দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রবিন উথাপ্পা। কেকেআর-এর হয়ে বহু সিজন মাঠে নেমেছেন। গড়েছেন রেকর্ড। জিতেছেন অনেক কিছু। পেয়েছেন ভালোবাসা ও সম্মান। তবে নিজের ক্রিকেটার জীবনের শেষ লগ্নে এসে চেন্নাই সুপারকিংসে স্থান হয়েছিল তাঁর। কেকেআর তাঁকে ধরে রাখেনি। আর এই হলুদ জার্সি পরেই বুড়ো হাড়ে শেষ ভেল্কি দেখিয়েছিলেন রবিন। এখন তিনি ধারাভাষ্যকার। আর মাঠে নেমে খেলেন না। তবে এখনও তিনি সিএসকে অনুগত। আর তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন এক টুইটার ব্যবহারকারী। যার যোগ্য জবাবও দিয়েছেন রবিন উথাপ্পা। পাশাপাশি তাঁর সেই জবাবে যেন ঝরে পড়ে কেকেআর-এর প্রতি অভিমান।

উল্লেখ্য, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সিএসকে এবছরের প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামে গতকাল। সেই ম্যাচের আগে নিজের ছেলের সঙ্গে সিএসকে জার্সি পরা একটি ছবি পোস্ট করেন রবিন। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'এগিয়ে চলো সিএসকে'। সেই টুইটের জবাবে রোহিত_সান হ্যান্ডেলের ব্যবহারকারী উথাপ্পাকে তোপ দেগে টুইট করেন, 'সিএসকে-র হয়ে মাত্র দু'টি সিজনে খেলেছেন রবিন। তাও মনে হয় যেন এই দলকে নিজের আত্মা বিক্রি করে দিয়েছেন। আমি কখনও তাঁকে কেকেআর-কে এভাবে সমর্থন দেখাতে দেখিনি।' এই টুইটের কড়া জবাবও দেন রবিন। প্রাক্তন নাইট লেখেন, 'আনুগত্য এবং সম্মান দিলেই তা ফিরে পাওয়া যায় বন্ধু'। রবিনের এই ঘোরানো টুইটে যেন কেকেআর ম্যানেজমেন্টের প্রতি তাঁর অভিমান ঝরে পড়ে।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচবছর কেকেআর-এর হয়ে খেলেছেন রবিন। ২০১৪ সালে কেকেআর-এর হয়ে আইপিএল জেতেন তিনি। ২০২০ সালের নিলামে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছিল রবিনকে। পরে তাঁকে সিএসকে-তে পাঠানো হয়েছিল। ধোনির নেতৃত্বে দু'টি সিজন খেলেন রবিন। ২০২১ সালে যখন সিএসকে তাঁদের চতুর্থ আইপিএল ট্রফি জেতে, তখন সেই দলের সদস্য ছিলেন উথাপ্পা। সার্বিক ভাবে আইপিএল-এ মোট ২০৫টি ম্যাচ খেলেছেন রবিন। করেছেন ৪,৯৫২ রান। কেকেআর-এর হয়ে একটি সিজনে ৬৬০ রান করে অরেঞ্জ টুপি জিতেছিলেন তিনি। সেবার টানা সবছেকে বেশি ৪০ বা তার অধিক রান করার রেকর্ড গড়েছিলেন রবিন। তাঁর গোটা আইপিএল ক্যারিয়ারে রবিন করেছেন ২৭টি অর্ধশতরান। ২০২১ সালে সিএসকে-র হয়ে কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে রবিন ৪৪ বলে করেছিলেন ৬৩ রান। পরে ফাইনালে ১৫ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন। ফাইনালে চেন্নাই জিতেছিল ২৭ রানে।

 

বন্ধ করুন