বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: রোহিতের নাম ‘নো হিট শর্মা’ রাখা উচিত- MI অধিনায়ককে চূড়ান্ত কটাক্ষ শ্রীকান্তের

IPL 2023: রোহিতের নাম ‘নো হিট শর্মা’ রাখা উচিত- MI অধিনায়ককে চূড়ান্ত কটাক্ষ শ্রীকান্তের

রোহিত শর্মা এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

এই সপ্তাহের শুরুতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতেও তিন বল খেলে শূন্যতে আউট হয়েছিলেন রোহিত। আবার শনিবার সিএসকে-র বিরুদ্ধেও সেই ৩ বল খেলেই শূন্যতে আউট হন। এটি তাঁর টানা দ্বিতীয় শূন্য। প্রকৃতপক্ষে ২২ এপ্রিল ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ৪৪ রান করার পর থেকে, তিনি পরের চার ইনিংসে মাত্র পাঁচ রান করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় মরশুমেও রোহিত শর্মার গড় ২০-নীচে ঘোরাফেরা করছে। খুব খারাপ ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স যেমন হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন, তেমনই রোহিতের পারফরম্যান্স ছিল তথৈবচ। ১৪ ম্যাচে মাত্র ২৬৮ রান করেছিলেন তিনি। একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি। গড় ছিল মাত্র ১৯.১৪।

চলতি আইপিএলেও তিনি মাত্র একবারই অর্ধশতরান করতে পেরেছেন। ১০ ইনিংসে তিনি মাত্র ১৮৪ রান করেছেন। আর গড় ১৮.৪০। গত বারের চেয়েও খারাপ। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের হতাশ করেন রোহিত। তিনি টানা দুই ম্যাচে ডাক করে সাজঘরে ফিরলেন। আর এর পরেই ভারতের কিংবদন্তি কৃষ্ণমাচারি শ্রীকান্ত রীতিমতো কটাক্ষের সুরে রোহিতের তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন: বাড়িতে তো দুই পয়েন্ট আসছে- মায়ের মনের কথা ম্যাচ হেরে বললেন ক্রুণাল

শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বইয়ের ইনিংসের তৃতীয় ওভারে এমএস ধোনির চমকপ্রদ ফাঁদে পড়েন রোহিত। এমআই অধিনায়কের সঙ্গে কিছু মাইন্ড গেম খেলে ধোনি। আর সেই ফাঁদে পা দিয়েই দীপক চাহারের বলে আউট হয়ে শূন্য রানেই শেষ হয়ে যায় তাঁর ইনিংস। স্কুপ শট খেলতে গিয়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন রোহিত। দীপক চাহারের একটি ডেলিভারির বিরুদ্ধে স্ট্যাম্পের কাছাকাছি দাঁড়িয়েছিলেন। দীপকের স্লোয়ারের বিরুদ্ধে রোহিত ল্যাপ শট খেলতে চেয়েছিল, কিন্তু ভুল করে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা জাদেজাকে ক্যাচ দেন। ৩ বল খেলে শূন্যতে সাজঘরে ফেরেন তিনি।

এই সপ্তাহের শুরুতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতেও তিন বল খেলে শূন্যতে আউট হয়েছিলেন রোহিত। এটি তাঁর টানা দ্বিতীয় শূন্য। প্রকৃতপক্ষে ২২ এপ্রিল ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে ৪৪ রান করার পর থেকে, তিনি পরের চার ইনিংসে মাত্র পাঁচ রান করেছেন।

আরও পড়ুন: বলের চেয়ে এগিয়ে গিয়েছিলেন, তার পরেও দুরন্ত ক্যাচ নিলেন রশিদ, মানুষ নাকি চিল!- ভিডিয়ো

শ্রীকান্ত চেন্নাই-মুম্বই ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময়ে রোহিতকে ‘নো হিট শর্মা’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘রোহিত শর্মার উচিত, নাম পরিবর্তন করে নো হিট শর্মা করা। আমি এমআই-এর ক্যাপ্টেন হলে ওকে একাদশে খেলাবই না।’

শেষ চারটি ইনিংসে রোহিত সংগ্রহ যথাক্রমে ২,৩,০ এবং ০। পর পর শূন্য করার পর রোহিতের বিশ্রাম নেওয়া উচিত বলেই মনে করছেন গাভাস্কর। তিনি বলেন, ‘ রোহিতকে দেখে মনে হচ্ছে না যে, ওর খেলার ইচ্ছা আছে। আমি ভুল হতেই পারি, কিন্তু ও যে শটটা খেলল সেটা একজন অধিনায়কের খেলা উচিত নয়। দল অসুবিধায় থাকলে অধিনায়কের দায়িত্ব ইনিংস গড়া। আউট হওয়া নয়। ছন্দে থাকা ব্যাটার স্কুপ খেলছে মানা যায়, কিন্তু আগের ম্যাচে শূন্য করার পর এই শট খেলা কঠিন। এই অবস্থায় সিঙ্গল নিয়ে কিছু রান করে নেওয়া উচিত। কিছু দিন বিশ্রাম নিলে মনে হয় ওর ভালো হবে। মুম্বই ইন্ডিয়ান্সের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’

বন্ধ করুন