শনিবার ডাবল হেডারের ম্যাচের পর পয়েন্ট টেবল থেকে বেগুনি এবং কমলা টুপির তালিকাও বদলে গিয়েছে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রাজস্থান রয়্যালস ফের শীর্ষ স্থান দখল করেছে। এ দিকে চেন্নাই সুপার কিংস হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। শনিবারের দুই ম্যাচের পর আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি টিম পয়েন্ট টেবলের কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, অরেঞ্জ এবং পার্পল ক্যাপ তালিকার কী পরিস্থিতি, দেখে নিন এক নজরে-
এক ঝলকে দেখে নিন পুরো পয়েন্ট টেবল:
১) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ, ৩, জয়: ২, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ২.০৬৭
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৩, জয়: ২, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ১.৩৫৮
৩) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ২, জয়: ২, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৭০০
৪) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৩, জয়: ২, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৩৫৬
৫) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ২, জয়: ২, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৩৩৩
৬) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ২, জয়: ১, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ২, নেট রানরেট: ২.০৫৬
৭) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ২, জয়: ১, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: -১.২৫৬
৮) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ২, জয়: ০, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -১.৩৯৪
৯) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৩, জয়: ০, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -২.০৯২
১০) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ২, জয়: ০, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -২.৮৬৭
আরও পড়ুন: ব্যাটে লেগে উঠল ক্যাচ, ফিল্ডার ধরলেনও, বোলার নো-বলও করেননি, তবু আউট হলেন না DC অধিনায়ক
অরেঞ্জ ক্যাপের তালিকা:
১) রুতুরাজ গায়কোয়াড়- দুরন্ত ছন্দে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্যাচে ৯২ করার পর তিনি দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩১ বলে ৫৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৪০ রান করেন তিনি। তিন ম্যাচ মিলিয়ে মোট ১৮৯ রান করে ফেলেছেন রুতু। গড় ৯৪.৫০। স্ট্রাইকরেট ১৬১.৫৩।
২) ডেভিড ওয়ার্নার- দিল্লি হারের হ্যাটট্রিক করলেও, ডেভিড ওয়ার্নার লড়াই চালিয়ে যাচ্ছেন। শনিবারই যেমন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দল হারলেও, ৫৫ বলে ৬৫ রান করেন ওয়ার্নার। সেই সঙ্গে তিনি উঠে আসেন কমলা টুপির তালিকায় দুইয়ে। তাঁর ৩ ম্যাচে মোট স্কোর ১৫৮। সর্বোচ্চ ৬৫। গড় ৫২.৬৭। স্ট্রাইকরেট ১১৭.০৩।
৩) জস বাটলার- আঙুলের চোট নিয়েও শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫১ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন বাটলার। সেই সঙ্গে এক লাফে কমলা টুপির তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন। ৩ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ১৫২ রান। সর্বোচ্চ ৭৯। গড় ৫০.৬৭। স্ট্রাইকরেট ১৮০.৯৫।
৪) কাইল মেয়ার্স- মেয়ার্স শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফ্লপ হন। ১৪ বলে মাত্র ১৩ রান করেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় এখন তিনি রয়েছেন চারে। তাঁর মোট সংগ্রহ ১৩৯ রান। সর্বোচ্চ রান ৭৩। তাঁর গড় ৪৬.৩৩। স্ট্রাইকরেট ১৮৭.৮৩।
৫) শিখর ধাওয়ান- ২০২৩ আইপিএলে সর্বোচ্চ রানসংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে এসেছেন শিখর ধাওয়ান। ২ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ১২৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৬। স্ট্রাইকরেট ১৪৩.২৩।
আরও পড়ুন: নিজে মুম্বইয়ের বলে WC একাদশে শার্দুলকে রাখছেন- মঞ্জরেকরকে মোক্ষম খোঁচা শ্রীকান্তের
পার্পল ক্যাপের তালিকা:
১) যুজবেন্দ্র চাহাল- শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে বেগুনি টুপির তালিকায় এক লাফে শীর্ষে উঠে এলেন যুজি। ৩ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৮ উইকেট। তঁর ইকোনমি রেট ৭.৮৩। সেরা পারফরম্যান্স ১৭/৪।
২) মার্ক উড- এই মরশুমের প্রথম বোলার হিসেবে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। তবে যুজি শীর্ষ স্থান দখল করায়, তাঁকে প্রথম বার নেমে যেতে হল দুই নম্বরে। তাঁর মোট উইকেট সংখ্যা ৮। ইকোনমি রেট ৭.৮৭। সেরা পারফরম্যান্স ১৪/৫।
৩) রবি বিষ্ণোই- মার্ক উডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাঁরই আইপিএল দলের সতীর্থ রবি বিষ্ণোই। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে ১ উইকেট নেন রবি। সেই সঙ্গে ৩ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৬। বেগুনি টুপির লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন তিনি। ইকোনমি রেট ৬.২৫। সেরা ২৮/৩।
৪) বরুণ চক্রবর্তী- আরসিবি-র বিরুদ্ধে বৃহস্পতিবার ৪ উইকেট নেন বরুণ। সেই সঙ্গে তিনি ঢুকে পড়েন বেগুনি টুপির লড়াইয়ে। ২ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৫। সেরা পারফরম্যান্স ১৫/৪। ইকোনমি রেট ৮.২০।
৫) রশিদ খান- রশিদ খান পার্পল ক্যাপের তালিকায় পাঁচে নেমে গেলেন। তাঁর মোট উইকেট সংখ্যা এখন পাঁচ। রশিদের ইকোমি রেট ৭.১২। সেরা পারফরম্যান্স ৩১/৩। এ ছাড়াও ট্রেন্ট বোল্ট, নাথান এলিস, মহম্মদ শামি, আর্শদীপ সিং, তুষার দেশপাণ্ডেরা ৫টি করে উইকেট নিয়েছেন। তাঁরা পার্পল ক্যাপের তালিকায় যথাক্রমে ছয়, সাত, আট, নয় এবং দশ নম্বরে রয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।