শুভব্রত মুখার্জি: আইপিএলের মতন দীর্ঘ টুর্নামেন্টে ক্রিকেটারদের মানসিক দিকের প্রতি যত্ন নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। প্রথমত দীর্ঘ টুর্নামেন্ট, দ্বিতীয়ত পরিবার থেকে দীর্ঘদিন আলাদা থাকা, তৃতীয়ত ২২ গজে নেমে প্রতিদিন ভালো পারফরম্যান্সের চাপ, চতুর্থ কঠোর অনুশীলন, সবমিলিয়ে মানসিক ক্লান্তি আসাটা স্বাভাবিক। আর সে কথা মাথাতে রেখেই এবার আসন্ন মরশুমে রাজস্থান রয়্যালসের মেন্টাল পারফরম্যান্স কোচের দায়িত্বে এলেন মন ব্রকম্যান।
মন ব্রকম্যানকে নয়া দায়িত্বে আনার পাশাপাশি এদিন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে ফ্রাঞ্চাইজির দ্বৈত দায়িত্বে বহাল রাখা হয়েছে। দলের হেড কোচের দায়িত্ব সামলাবার পাশাপাশি কুমার সাঙ্গাকারা দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে হেড কোচ সাঙ্গাকারাকে তাঁর কাজে সহায়তা করবেন সহকারী কোচ ট্রেভর পেনি। পাশাপাশি ফ্রাঞ্চাইজির বোলিং কোচের দায়িত্বে থাকবেন আরেক কিংবদন্তি শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা। দলের স্ট্র্যাটেজি, পারফরম্যান্স এবং ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করবেন জুবিন ভারুচা।
অ্যানালিটিক্স এবং টেকনোলজির প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন জাইলস লিন্ডসে। সাপোর্ট কোচ হিসেবে থাকছেন সিদ্ধার্থ লাহিড়ী। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন দিশান্ত ইয়াগনিক। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন এই ফ্রাঞ্চাইজির গত মরশুমের মতন এই মরশুমেও হেড ফিজিও থাকছেন জন গ্লস্টার এবং স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এটি রাজামানি। ২০২২ সালের আইপিএলের ফাইনালে খেলা রাজস্থান রয়্যালস দলের সহকারী ফিজিও হিসেবে নিয়োগ করেছে নীল বেরিকে। প্রসঙ্গত ব্রকম্যান এর আগে বিভিন্ন অলিম্পিক ক্রীড়াবিদের সঙ্গেও কাজ করেছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।