বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: PSL-এ ঝড় তোলা তারকাই হতে পারেন DC-র ‘ট্রাম্প কার্ড’, দাবি ওয়াটসনের

IPL 2023: PSL-এ ঝড় তোলা তারকাই হতে পারেন DC-র ‘ট্রাম্প কার্ড’, দাবি ওয়াটসনের

শেন ওয়াটসন।

পন্তকে না পাওয়া যাওয়ায় বেশ চাপে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাঁর জায়গা কে পূরণ করবেন? তা নিয়ে রয়েছে জোর জল্পনা। প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন মনে করেন, দিল্লি দলে থাকা প্রোটিয়া বাঁ-হাতি ব্যাটারই পন্তের শূন্যস্থান পূরণ করার যোগ্য ব্যক্তি।

শুভব্রত মুখার্জি: বড় দুর্ঘটনার কবলে পড়ে গিয়ে কোনও রকমে প্রাণে বেঁচেছেন ভারতের কিপার ব্যাটার ঋষভ পন্ত। আসন্ন আইপিএলে তিনি খেলতে পারবেন না। স্বাভাবিক ভাবেই চাপে পড়বে তাঁর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়ার পাশাপাশি তাঁর কিপিং এবং সর্বোপরি আক্রমণাত্মক ব্যাটিং সব কিছুই মিস করবে দিল্লি ক্যাপিটালস দল। পন্তের শূন্যস্থান পূরণ করাটা মোটেও সহজ কাজ নয়। দিল্লির হেড কোচ রিকি পন্টিংও কার্যত জানিয়েছেন, তিনটি ভূমিকাতেই অত্যন্ত পারদর্শী পন্তের পরিবর্ত ক্রিকেটার পাওয়া কার্যত অসাধ্য সাধন করা। প্রাক্তন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন আবার মনে করেন, দিল্লি দলে থাকা প্রোটিয়া বাঁ-হাতি ব্যাটার রিলি রসউ এই শূন্যস্থান পূরণ করার যোগ্য ব্যক্তি।

আরও পড়ুন: আমি কিংবদন্তি- রাসেলের হুঙ্কারের মাঝেই তাঁর KKR অধিনায়ক হওয়া নিয়ে গুঞ্জন

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে শেন ওয়াটসন বলেছেন, ‘রিলি রসউকে আমরা সবাই চিনি। কতটা আক্রমণাত্মক মেজাজে ও ব্যাট করে আমরা সবাই সেটা দেখেছি। আমি ওঁর সঙ্গে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলে খেলেছি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে একসঙ্গে খেলেছি আমরা। তার পরে যে ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ও ফিরে এসেছে তা অবিশ্বাস্য।ক্রিকেট বলের একজন বিশ্বমানের হিটার রিলি রসউ। ম্যাচের যে কোনও পরিস্থিতিতে, যে কোনও বোলারের বিরুদ্ধে ও আক্রমণাত্মক ক্রিকেটটা খেলে। ও যে দিন ছন্দে থাকে সেই দিন যে কোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে।’

আরও পড়ুন: পন্তের জার্সি নম্বর নিজেদের টুপি, টি-শার্টে ব্যবহার করার কথা ভাবছেন DC কোচ

তিনি আরও বলেছেন, ‘দিল্লিতে বেশ কিছু ভালো প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। পাশাপাশি জানান ডেভিড ওয়ার্নারের ফিরে আসাতে অত্যন্ত আনন্দিত। টপ অর্ডারে ওয়ার্নারের অনেক কিছু প্রমাণ করার রয়েছে। দলের জন্য মঞ্চ তৈরি করে দেবেন তিনি। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওর ব্যাটিংও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যে কোনও ম্যাচ বিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে পারি। আমাদের বেশ কিছু নবীন পেসার রয়েছে। নাগারকোটি (কমলেশ) এবং চেতন সাকারিয়া রয়েছে। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের মতন বিশ্বমানের স্পিনাররা রয়েছে আমাদের হাতে। দুই জন বিশ্বমানের স্পিনার রয়েছে, যারা মিডল ওভারের গুরুত্বপূর্ণ সময়ে বল করবে। উইকেট নেওয়ার পাশাপাশি রানকেও আটকে রাখা যাদের কাছে গুরুত্বপূর্ণ। দিল্লির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন