গত মরশুমে গুজরাট টাইটানসের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড়সড় ভূমিকা ছিল শুভমন গিলের। তিনি ১৬ ম্যাচে মাঠে নেমে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৩ রান সংগ্রহ করেন। গুজরাটের ক্রিকেটারদের মধ্যে তাঁর থেকে বেশি রান করেন কেবল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (৪৮৭)। গিল টুর্নামেন্টে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় পাঁচ নম্বরে থেকে অভিযান শেষ করেন।
চলতি মরশুমেও সাফল্য পেতে গিলের ব্যাটে তাকিয়ে গুজরাট শিবির। কেননা, এবার আন্তর্জাতিক ক্রিকেটে যে রকম ধ্বংসাত্মক ফর্মে ব্যাট করেন গিল, তার পরে আইপিএলে তাঁর ঝড় তোলা কেবল সময়ের অপেক্ষা বলে মন করছেন সমর্থকরা।
অনুরাগীদের এমন প্রত্যাশার মাঝেই গুজরাট টাইটানসের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি গিলকে নিয়ে বড়সড় মন্তব্য করেন। অদূর ভবষ্যতে শুভমন গিলকে গুজরাটের নেতা হিসেবে দেখা যেতে পারে বলে দাবি তাঁর। আসলে সোলাঙ্কি মনে করেন যে, দুর্দান্ত প্রতিভার পাশাপাশি গিল অত্যন্ত ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের অধিকারি।
নতুন মরশুমের আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সোলাঙ্কি গিলকে নিয়ে বলেন, ‘নেতৃত্ব দেওয়ার সহজাত গুন রয়েছে গিলের। নিজের কাছে ও সর্বতা নেতা। গতবছর নেতৃত্বস্থানীয় ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, ভবিষ্যতে ও ক্যাপ্টেন্সি করতে পারে। কেননা দুরন্ত প্রতিভার পাশাপাশি ওর ক্রিকেট মস্তিষ্কও ক্ষুরধার।’
শুভমন গিল ইতিমধ্যেই তিন ফর্ম্যাটে জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটেই শতরান করার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার নজিরও গড়েছেন গিল। আত্মবিশ্বাসে ভরপুর হয়েই আইপিএলের আঙিনায় পা দিয়েছেন শুভমন।
গিল ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট, ২৪টি ওয়ান ডে ও ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ৮৯০, ওয়ান ডে ক্রিকেটে ১৩১১ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২০২ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ৭টি সেঞ্চুরি রয়েছে শুভমনের ঝুলিতে।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০১টি টি-২০ ম্যাচে মাঠে নেমে গিল ২৭৭৯ রান সংগ্রহ করেছেন। ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানসের হয়ে এখনও পর্যন্ত মোট ৭৪টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন শুভমন। তাঁর সংগ্রহে রয়েছে সাকুল্যে ১৯০০ রান। আইপিএলে ১৪টি হাফ-সেঞ্চুরি করেছেন গিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।