বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ১০৪ করে গুজরাট টাইটান্সের ইতিহাসে সর্বাধিক স্কোর গিলের, প্রথম পাঁচের মধ্যে চারটিই শুভমনের দখলে

১০৪ করে গুজরাট টাইটান্সের ইতিহাসে সর্বাধিক স্কোর গিলের, প্রথম পাঁচের মধ্যে চারটিই শুভমনের দখলে

শুভমন গিল (PTI)

আইপিএলে গত বছরই অভিষেক হয়েছে গুজরাট টাইটানসের। আর এই দুই বছরেই ফ্র্যাঞ্চাইজির হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রাজত্ব কায়েম করেছেন গিল। গুজরাটের হয়ে সর্বোচ্চ রানের এই তালিকায় প্রথম তিনটি স্থানেই রয়েছে তাঁর ইনিংস।

শুভব্রত মুখার্জি: সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি পরবর্তী অধ্যায়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠার সমস্ত রসদ হয়েছে শুভমন গিলের। পেসার হোক বা স্পিনার ব্যাটের ঠিক মাঝখান দিয়ে যখন বলকে কভার অঞ্চল বা লং অফ অঞ্চল দিয়ে সোজা ড্রাইভ করেন তার থেকে দৃষ্টিনন্দন আর কিছু মনে হয় হতে পারে না। ভারতের হয়ে ইতিমধ্যেই তিন ফর্ম্যাটে খেলা হয়ে গিয়েছে শুভমনের। দীর্ঘতম ফর্ম্যাট হোক বা সংক্ষিপ্ত ফর্ম্যাট সবেতেই নিজের 'ক্যারিশ্মা' দেখিয়েছেন তিনি। রবিবাসরীয় রাতটাও তার ব্যতিক্রম ছিল না। চিন্নাস্বামীতে এমনিতেই রয়েছে আরসিবি সমর্থকদের আলাদা চাপ। তার উপর প্রথমে ব্যাট করার সময়ে আরসিবির হয়ে অনবদ্য শতরান করেছেন বিরাট কোহলি। এমনভাবে যে কোনওকিছুতেই চাপ অনুভব করলেন না গিল। মাথা ঠান্ডা রেখে বিরাটের শতরানের জবাবে করলেন আরও একটি দুরন্ত শতরান। আর সেই সঙ্গেই আরসিবির হয়ে সর্বোচ্চ রান করার নজিরও গড়ে ফেললেন তিনি।

আর এই নজির গড়ার পথে ভাঙলেন অন্য কারুর নয় নিজের রেকর্ড। আইপিএলে গত বছরই অভিষেক হয়েছে গুজরাট টাইটানসের। আর এই দুই বছরেই ফ্র্যাঞ্চাইজির হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রাজত্ব কায়েম করেছেন তিনি। গুজরাটের হয়ে সর্বোচ্চ রানের এই তালিকায় প্রথম তিনটি স্থানেই রয়েছে তাঁর ইনিংস। প্রথমেই রয়েছে রবিবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে করা অপরাজিত ১০৪ রানের ইনিংস। দ্বিতীয় স্থানে রয়েছে এই বছরেই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে করা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংস। তৃতীয় স্থানে রয়েছে ব্রেবোর্ন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে করা ২০২২ সালে ৯৬ রানের ইনিংস।

প্রথম তিনটি স্থান গিল দখল করার পরে চতুর্থ স্থানে কিন্তু রয়েছেন দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটার ডেভিড মিলার। ২০২২ সালে পুনেতে সিএসকের বিরুদ্ধে তিনি করেছিলেন অপরাজিত ৯৪ রান। এই তালিকাতেই আবার পঞ্চম স্থানে রয়েছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ সালেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করা অপরাজিত ৯৪ রানের ইনিংস। অর্থাৎ প্রথম পাঁচটির মধ্যে চারটি স্থান রয়েছে শুভমন গিলের হাতে। আবার এর মধ্যে তিনটি স্কোর এসেছে চলতি আইপিএলের মরশুমেই। এদিন আরসিবির বিরুদ্ধে মাত্র ৫২ বলে ১০৪ রানের অনবদ্য অপরাজিত শতরান করেন তিনি। বিরাট কোহলির অপরাজিত ১০১ রানে ভর করে ১৯৭ রান করতে সমর্থ হয় আরসিবি। যার জবাবে গিলের অনবদ্য শতরানে পাঁচ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জেতে গুজরাট। গিল তাঁর ইনিংসে হাঁকিয়েছেন ৫ টি চার এবং ৮টি ছয়। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.