শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় দুপুরে ১৬তম আইপিএলের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স দল। হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। তবে মুম্বই ইন্ডিয়ান্স দলকে এই ম্যাচে জিততেই হত প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে। আর নিজেদের ঘরের মাঠে তারা সেই কাজটাই করল অত্যন্ত নিপুণতার সঙ্গে। তবে এই ম্যাচে সবকিছুকে ছাপিয়ে গেল কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হওয়া বিব্রান্ত শর্মার পারফরম্যান্স। ব্যাট হাতে এদিন তিনি একটি মারকাটারি অর্ধশতরানের ইনিংস উপহার দিলেন। আর তাঁর এই ইনিংসে ভর করেই তিনি গড়ে ফেললেন আইপিএলের ইতিহাসে এক নয়া নজির।
আইপিএলের ইতিহাসে দীর্ঘ এক দশক পুরনো এক নজিরকে ভেঙে দিলেন তিনি। আইপিএলে অভিষেক হওয়া কোনও ভারতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করার নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন ডানহাতি ব্যাটার স্বপ্নীল আসনোডকারের নজির। গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতেন স্বপ্নীল আসনোডকার। আইপিএলে তিনি খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০০৮ সালে তাঁর অভিষেক ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে রাজস্থানের হয়ে গ্রেম স্মিথের সঙ্গী হয়ে ওপেন করতে নামেন তিনি। সেখানেই মাত্র ৩৪ বলে করেন ৬০ রান। যা এতদিন পর্যন্ত ছিল আইপিএলের ইতিহাসে অভিষেককারী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। যা ভেঙে দিলেন বিব্রান্ত।
মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে তিনি করলেন ৪৭ বলে ৬৯ রান। তাঁর ইনিংস সাজানো ছিল নটি চার এবং দুটি ছয়ে। ১৪৬.৮০ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। আকাশ মাধওয়ালকে মারতে গিয়ে রামনদীপ সিংয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়াল মাত্র ৪৬ বলে করেন ৮৩ রান। প্রথম উইকেটে দুজনে যোগ করেন ১৪০ রান। ফলে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করেছিল হায়দরাবাদ। জবাবে ক্যামেরুন গ্রিনের অনবদ্য অপরাজিত শতরানে ভর করে দুই ওভার বাকি থাকতেই আট উইকেটে জিতে যায় হায়দরাবাদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।