বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > প্রতিটি দলই হজম করল ২০০-র বেশি রান! IPL-র ইতিহাসে দ্বিতীয়বার হল এমন নজির

প্রতিটি দলই হজম করল ২০০-র বেশি রান! IPL-র ইতিহাসে দ্বিতীয়বার হল এমন নজির

দিল্লির বিরুদ্ধে দলগত ২০০ রান চেন্নাইয়ের (PTI)

২০২০ সালে খেলেছিল মোট ৮টি ফ্রাঞ্চাইজি। আর ২০২৩ সালে খেলছে ১০টি ফ্রাঞ্চাইজি। কারণ ২০২২ সালের মরশুম থেকেই দুটি নয়া ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে আইপিএলে।

শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএল এই মুহূর্তে বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি লিগ নিঃসন্দেহে। দেশ, বিদেশের সেরা ক্রিকেটাররা এই লিগের মঞ্চ মাতিয়েছেন। ভারতের বিভিন্ন প্রান্তের ২২ গজে উঠেছে রান ঝড়। আর এই রান ঝড় উঠেছে প্রতিটি মরশুমেই। ১৬ তম মরশুমও তার ব্যতিক্রম নয়। আর এই মরশুমেই সৃষ্টি হয়েছে নয়া এক নজির। যা স্পর্শ করেছে ২০২০ সালে হওয়া নজিরকে। ২০২০ সালে প্রথমবার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলা সবকটি দলের বিরুদ্ধে কোনও না কোনও ফ্রাঞ্চাইজি করেছিল ২০০ বা তার অধিক রান। ২০২৩ সালেই সেই নজির হয়ে গেল শনিবারেই। শনিবার দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচেই হয়ে গিয়েছে এই নজির। এদিন প্রথমে ব্যাট করে দিল্লির বিরুদ্ধে চেন্নাই ২০০ রান করার পরেই এই নজির সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত ২০২০ সালে খেলেছিল মোট ৮টি ফ্রাঞ্চাইজি। আর ২০২৩ সালে খেলছে ১০টি ফ্রাঞ্চাইজি। কারণ ২০২২ সালের মরশুম থেকেই দুটি নয়া ফ্রাঞ্চাইজি যুক্ত হয়েছে আইপিএলে। যোগ দিয়েছে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস‌‌‌ দল। গুজরাট আবার তাদের প্রথম বর্ষেই করেছে বাজিমাত। ২০২২ সালে তারা ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। উল্লেখ্য ইতিমধ্যেই চলতি মরশুমে গুজরাট টাইটানস প্লে অফের জন্য প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে গিয়েছে।

২০২০ সালে করোনার কারণে ভারতে আইপিএলের আয়োজন সম্ভব হয়নি। বাধ্য হয়েই সেবার আইপিএলের আয়োজন করা হয় আরব আমিরশাহিতে। সেখানে শারজা, আবুধাবি এবং দুবাইতে আয়োজন করা হয়েছিল আইপিএলের ম্যাচগুলো। করোনার কারণে পরপর দুবার আইপিএলের আসর বসেছিল আমিরশাহিতে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ২০২২ সাল থেকে তা ফের আয়োজন করা হচ্ছে ভারতের মাটিতে। এদিন ম্যাচে চেন্নাই প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২২৩ রান করে। রুতুরাজ গায়রকোয়াড় ৭৯ এবং ডেভন কনওয়ে করেন ৮৭ রান। জবাবে ডেভিড ওয়ার্নার ৮৬ রান করলেও মাত্র ১৪৬ রানেই আটকে যায় দিল্লি।

বন্ধ করুন