শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের ইতিহাসে তৈরি হল এক নয়া নজির। আমদাবাদে আইপিএলের ১৬ তম সংস্করণের প্রথম ম্যাচেই ব্যবহার করা হল 'ইমপ্যাক্ট ক্রিকেটারকে'। আইপিএলের নয়া নিয়মকে প্রথম বার কাজে লাগালেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দল। তাদের ব্যাটার অম্বাতি রাইডুর বদলি হিসেবে মাঠে নামানো হল পেসার তুষার পান্ডেকে। এই বছরেই আইপিএলে চালু হয়েছে এই নয়া নিয়ম। আর প্রথম ম্যাচেই সেই নিয়মের সদ্ব্যবহার করে ফেলল সিএসকে। গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে নামার সময়েই এই নয়া নিয়মের ব্যবহার করল তারা।
আরও পড়ুন: ১৫ বছরে খরা কাটেনি, এ বার কি RCB পারবে বাজিমাত করতে? কী হবে ব্যাঙ্গালোরের একাদশ?
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গত বারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স এবং সিএসকে। সেই ম্যাচেই ঘটে গেল এই ঘটনা। এ দিন টসে জিতে সিএসকে-কে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গুজরাট। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ধোনি বাহিনী। এই বছরেই চালু করা হয়েছে এই ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। যেখানে একটি দল একটি ম্যাচে পাঁচটি ক্রিকেটারের নাম সুপারিশ করে একটি তালিকা দিতে পারে। ম্যাচের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই তালিকা থেকে একজন ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে অর্থাৎ ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামানো যেতে পারে।
১৭৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা গুজরাট টাইটান্স তাড়া করতে নামার আগেই এই ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়মটি ব্যবহার করে সিএসকে। রাইডুর বদলে তারা মাঠে নামায় তুষারকে। এ দিন সিএসকের হয়ে একটি দুরন্ত ইনিংস খেলেন তাদের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ৫০ বলে ৯২ রান করেন তিনি। ইনিংসের শেষ দিকে ৭ বলে ১৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টাইটান্সের হয়ে ভালো বোলিং করেন রশিদ খান। পাওয়ার প্লেতে ভয়ঙ্কর হয়ে ওঠা ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার মইন আলিকে ফেরান তিনি। মইন ১৭ বলে করেন ২৩ রান। রশিদের দ্বিতীয় ওভারেই তিনি ফেরান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে। মইনের মতন এ বারও স্টোকসের ক্যাচ ধরেন একদা ভারত এবং বাংলার হয়ে খেলা কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা।
পাশাপাশি এ দিন গুজরাট টাইটান্সও কিছুটা বাধ্য হয়েই ইমপ্যাক্ট ক্রিকেটার ব্যবহার করল। তাদের হয়ে খেলা প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিং করতে গিয়ে চোট পান। তাঁর হাটুতে বাজে ভাবে লাগে। রুতুরাজ গায়কোয়াড়ের একটি ছয় বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে দুই ক্রিকেটারের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ফলে ব্যাটিং না করেই তাঁকে ফিরে যেতে হয়েছে। তাঁর বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে গুজরাট মাঠে নামিয়েছে সাই সুদর্শনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।