ফ্যাফ ডু'প্লেসিকে স্বস্তিতে থাকতে দিল না যশস্বী জয়সওয়াল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ৯৮ রান করে পুরো ফ্যাফের ঘাড়ে উঠে পড়লেন।
1/10রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ১১ ম্যাচে ৫৭৬ করে ফেলেছেন। সর্বাধিক ৮৪। গড় ৫৭.৬০। স্ট্রাইকরেট ১৫৭.৮০।
2/10যশস্বী জয়সওয়াল স্বস্তিতে থাকতে দিলেন না ফ্যাফকে। রাজস্থানের তারকা প্রায় তাঁর ঘাড়ে চড়ে বসলেন তাঁর। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৯৮ রান করে তিনি ৫৭৫ রান করে ফেলেছেন। ১২ ম্যাচ খেলে তাঁর গড় ৫২.২৭। স্ট্রাইকরেট ১৬৭.১৫।
3/10অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৪৬৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৪। গড় ৪৬.৯০। স্ট্রাইকরেট ১৪৩.৪২।
4/10ডেভন কনওয়েও কিন্তু ভালো ছন্দে রয়েছেন। তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় চারে রয়েছেন। ১২ ম্যাচে ১১ ইনিংসে মোট ৪৬৮ রান তাঁর। সর্বোচ্চ অপরাজিত ৯২। গড় ৫২.০০। স্ট্রাইকরেট ১৩৬.৮৪।
5/10কমলা টুপির লড়াইয়ে প্রথম পাঁচে রয়েছেন কোহলি। আরসিবি তারকা বিরাট কোহলি ১১ ম্যাচে মোট ৪২০ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৮২। গড় ৪২.০০। স্ট্রাইকরেট ১৩৩.৭৫।
6/10কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেট নিয়ে বেগুনি টুপির তালিকায় শীর্ষে উঠে এসেছেন যুজবেন্দ্র চাহাল। ১২ ম্যাচে ২১টি উইকেট নিয়ে ফেললেন যুজি। তাঁর ইকোনমি রেট ৭.৯১।
7/10যুজির দাপটে পার্পল ক্যাপের শীর্ষ স্থান হারালেন মহম্মদ শামি। শামির বর্তমান উইকেট সংখ্যা মোট ১৯। চলতি আইপিএলে তিনি ১১টি ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩১১ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন। শামির সেরা পারফরম্যান্স ১১/৪।
8/10রশিদ খান আবার বেগুনি টুপির তালিকায় তিনে নেমে গেলেন। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ১১টি ম্যাচে খেলে মোট ৪৪ ওভার বল করে ৩৫৬ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন। শামির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন তিনি। ইকোনমি রেট ৮.০৯। সেরা পারফরম্যান্স ১৪/৩।
9/10পার্পল ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও পর্যন্ত তুষারও এ বারের আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৪১.২ ওভার বল করে ৪১৪ রান দিয়েছেন তিনি। সেরা পারফরম্যান্স ৪৫/৩। ইকোনমি রেট ১০.০১।
10/10পার্পল ক্যাপের দৌড়ে পাঁচে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১১ ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩২১ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। সেরা পারফরম্যান্স ২২/৩। ইকোনমিরেট ৭.৪৬।