রবিবারের ডাবল হেডারের ম্যাচের পর বেগুনি এবং কমলা টুপির তালিকায় প্রচুর অদলবদল হলেও, ফ্যাফ নিজের জায়গা কিন্তু ধরে রেখেছেন। শামি বরং ফের পার্পল ক্যাপের তালিকায় একে উঠে এসেছেন।
1/11অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিই। এখনও পর্যন্ত ১৬তম আইপিএলের ১০টি ম্যাচে ৫১১ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৪। গড় ৫৬.৭৮। স্ট্রাইকরেট ১৫৭.৭১।
2/11রাজস্থানের যশস্বী জয়সওয়াল আবার ১১ ম্যাচে মোট ৪৭৭ রান করেছেন। তিনি উঠে এসেছেন অরেঞ্জ ক্যাপ তালিকার দুই নম্বরে। সর্বোচ্চ স্কোর ১২৪। গড় ৪৩.৩৬। স্ট্রাইকরেট ১৬০.৬০।
3/11লখনউয়ের বিরুদ্ধে অপরাজিত ৯৪ করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৪৬৯ রান। সর্বাধিক অপরাজিত ৯৪। গড় ৪৬.৯০। স্ট্রাইকরেট ১৪৩.৪২।
4/11ডেভন কনওয়েও কিন্তু ভালো ছন্দে রয়েছেন। তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় চারে রয়েছেন। ১১ ম্যাচে মোট ৪৫৮ রান তাঁর। সর্বোচ্চ অপরাজিত ৯২। গড় ৫৭.২৫। স্ট্রাইকরেট ১৩৯.২০।
5/11আরসিবি তারকা বিরাট কোহলি ১০ ম্যাচে মোট ৪১৯ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৮২। গড় ৪৬.৫৬। স্ট্রাইকরেট ১৩৫.১৬। তিনি কমলা টুপির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
6/11হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ৯৫ রানের বিধ্বংসী ইনিংসের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৬ নম্বরে উঠে এসেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৩৯২ রান। সর্বাধিক ৯৫। গড় ৩৫.৬৪। স্ট্রাইকরেট ১৪৩.৫৮।
7/11পার্পল ক্যাপের শীর্ষে উঠে পড়লেন মহম্মদ শামি। শামির বর্তমান উইকেট সংখ্যা মোট ১৯। চলতি আইপিএলে তিনি ১১টি ম্যাচে খেলে ৪৩ ওভার বল করে ৩১১ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন শামি।
8/11রশিদ খান আবার বেগুনি টুপির তালিকায় দুইয়ে উঠে এসেছে। চলতি আইপিএলে রশিদ এখনও অবধি ১১টি ম্যাচে খেলে মোট ৪৪ ওভার বল করে ৩৫৬ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন। শামির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন তিনি।
9/11পার্পল ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও পর্যন্ত তুষারও এ বারের আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৩৮.২ ওভার বল করে ৩৯৬ রান দিয়েছেন তিনি।
10/11পার্পল ক্যাপের দৌড়ে চারে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১০ ম্যাচে খেলে ৩৯ ওভার বল করে ২৮০ রান দিয়ে ১৭টি উইকেট নিয়েছেন তিনি।
11/11পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম পাঁচে উঠে এলেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ১১ ম্যাচে ৪০.৫ ওভার বল করে ৩৩০ রান দিয়ে তিনি নিয়েছেন ১৭টি উইকেট।