সূর্যকুমার যাদব সেঞ্চুরি করে অরেঞ্জ ক্যাপের তালিকায় এক লাফে তিনে উঠে এলেন। আর পার্পল ক্যাপের তালিকায় হয়ে গেল বড় রদবদল।
1/10রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি ১১ ম্যাচে ৫৭৬ করে ফেলেছেন। সর্বাধিক ৮৪। গড় ৫৭.৬০। স্ট্রাইকরেট ১৫৭.৮০।
2/10যশস্বী জয়সওয়াল পুরো ফ্যাফের ঘাড়ে চড়ে বসেছেন। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অপরাজিত ৯৮ রান করে তিনি ৫৭৫ রান করে ফেলেছেন। ১২ ম্যাচ খেলে তাঁর গড় ৫২.২৭। স্ট্রাইকরেট ১৬৭.১৫।
3/10শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করে অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনে উঠে এলেন সূর্যকুমার যাদব। ১২ ম্যাচে মোট ৪৭৯ রান করে ফেললেন সূর্য। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ১০৩। গড় ৪৩.৫৫। স্ট্রাইকরেট ১৯০.৮৩।
4/10অরেঞ্জ ক্যাপের দৌড়ে চারে নেমে গেলেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১২ ম্যাচে খেলে তিনি করেছেন ৪৭৫ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৪। গড় ৪৩.১৮। স্ট্রাইকরেট ১৪১.৩৬।
5/10ডেভন কনওয়েও অরেঞ্জ ক্যাপের তালিকায় পাঁচে রয়েছেন। ১২ ম্যাচে ১১ ইনিংসে মোট ৪৬৮ রান তাঁর। সর্বোচ্চ অপরাজিত ৯২। গড় ৫২.০০। স্ট্রাইকরেট ১৩৬.৮৪।
6/10মুম্বইয়ের বিরুদ্ধে চার উইকেট নিয়ে রশিদ খান বেগুনি টুপির তালিকায় শীর্ষস্থান দখল করেছেন। চলতি আইপিএলে রশিদ এখনও পর্যন্ত ১২টি ম্যাচে খেলে মোট ৪৮ ওভার বল করে ৩৮৬ রান দিয়ে ২৩টি উইকেট নিয়ে ফেলেছেন। ইকোনমি রেট ৮.০৪। সেরা পারফরম্যান্স ৩০/৪।
7/10যুজবেন্দ্র চাহাল দুইয়ে নেমে গিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেট নিয়ে বেগুনি টুপির তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। তবে রশিদ তাঁকে দুইয়ে নামিয়ে নিজে শীর্ষস্থান দখল করেছেন। ১২ ম্যাচে ২১টি উইকেট নিয়ে ফেললেন যুজি। ৪৪.৫ ওভার বল করে ৩৫৫ রান দিয়েছেন যুজি। তাঁর ইকোনমি রেট ৭.৯১।
8/10পার্পল ক্যাপের দৌড়ে তিনে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে তিনি তিনে উঠে এসেছেন। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ১২ ম্যাচ খেলে ৪৭ ওভার বল করে ৩৫৭ রান দিয়ে ১৯টি উইকেট নিয়েছেন তিনি। সেরা পারফরম্যান্স ২২/৩। ইকোনমিরেট ৭.৫৯।
9/10মহম্মদ শামি মুম্বইয়ের বিরুদ্ধে ভালো বল করেননি। বেশি রান দিয়েছেন। উইকেটও পাননি। তিনি তাই পার্পল ক্যাপের তালিকায় চারে নেমে গিয়েছেন। শামির বর্তমান উইকেট সংখ্যা মোট ১৯। চলতি আইপিএলে তিনি ১২টি ম্যাচে খেলে ৪৭ ওভার বল করে ৩৬৪ রান দিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৭.৭৪। শামির সেরা পারফরম্যান্স ১১/৪।
10/10পার্পল ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে রয়েছেন সিএসকের তুষার দেশপান্ডে। এখনও পর্যন্ত তুষার এ বারের আইপিএলে ১১ ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন। ৪১.২ ওভার বল করে ৪১৪ রান দিয়েছেন তিনি। সেরা পারফরম্যান্স ৪৫/৩। ইকোনমি রেট ১০.০১।