IPL 2023: ফ্যাফ-যশস্বীর মধ্যে কমলা টুপি নিয়ে চলছে দড়ি টানাটানি, বেগুনি টুপির লড়াইও জমেছে
Updated: 14 May 2023, 02:36 PM ISTকমলা টুপির দখল নিয়ে দড়ি টানাটানি চলছে ফ্যাফ ডু'প্লেসি এবং যশশ্বী জয়সওয়ালের মধ্যে। সূর্যকুমার যাদব সেই লড়াইয়ে তিনে রয়েছেন। পার্পল ক্যাপের তালিকায় আবার রশিদ খান আপাতত এক নম্বর জায়গার দখল রেখেছেন। রশিদ খানের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন যুজবেন্দ্র চাহাল।
পরবর্তী ফটো গ্যালারি