মহম্মদ শামিকে টপকে বেগুনি টুপির তালিকার শীর্ষে উঠে এলেন তুষার পাণ্ডে। এ দিকে দিল্লি ক্যাপিটালসের কাছে হারলেও ৫০০-র গণ্ডি টপকে গেলেন ফ্যাফ ডু'প্লেসি। কমলা টুপির তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন আরসিবি অধিনায়ক।
1/10শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফ্যাফ ডু'প্লেসি ৩২ বলে ৪৫ রান করেছেন। সেই সঙ্গে কমলা টুপির তালিকায় নিজের শীর্ষ স্থান আরও মজবুত করলেন তিনি। পাশাপাশি পাঁচশো রানের গণ্ডি টপকে গেলেন ফ্যাফ। ১০ ম্যাচে তিনি মোট ৫১১ রান করে ফেলেছেন। সর্বোচ্চ ৮৪ রান। গড় ৫৬.৭৮। স্ট্রাইকরেট ১৫৭.৭১।
2/10ডেভন কনওয়েও কিন্তু ভালো ছন্দে রয়েছেন। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের ব্যাটার ৪২ বলে ৪৪ করে সাড়ে চারশো রানের গণ্ডি পার করে ফেলেছে। ১১ ম্যাচে মোট ৪৫৮ রান তাঁর। সর্বোচ্চ অপরাজিত ৯২। গড় ৫৭.২৫। স্ট্রাইকরেট ১৩৯.২০।
3/10রাজস্থানের যশস্বী জয়সওয়াল আবার ১০ ম্যাচে মোট ৪৪২ রান করেছেন। তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপ তালিকার তিন নম্বরে। সর্বোচ্চ স্কোর ১২৪। গড় ৪৪.২০। স্ট্রাইকরেট ১৫৮.৪২।
4/10আরসিবি তারকা বিরাট কোহলি ১০ ম্যাচে মোট ৪১৯ রান করেছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৮২। গড় ৪৬.৫৬। স্ট্রাইকরেট ১৩৫.১৬। তিনি কমলা টুপির তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
5/10মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম পাঁচের মধ্যে নিজের জায়গা ধরে রাখলেন। ১০ ম্যাচের ১০ ইনিংসে মোট ৩৮৪ রান করেছেন সিএসকে তারকা। তিনি আপাতত এই তালিকার পাঁচে রয়েছেন। সর্বোচ্চ রান ৯২। গড় ৪২.৬৭। স্ট্রাইকরেট ১৪৮.২৬।
6/10মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তুষার পাণ্ডে ২ উইকেট তুলে নিয়ে বেগুনি টুপির তালিকায় শীর্ষস্থান দখল করলেন। ১১ ম্যাচে তাঁর মোট উইকেটসংখ্যা ১৯। সেরা পারফম্যান্স ৪৫/৩। ইকোনমি রেট ১০.৩৩।
7/10তুষার দেশপাণ্ডে একে ওঠায় দুইয়ে নেমে গেলেন টাইটান্সের মহম্মদ শামি। ১০ ম্যাচে তাঁর মোট উইকেটসংখ্যা ১৮। সেরা পারফরম্যান্স ১১/৪। ইকোনমি রেট ৭.০২।
8/10বেগুনি টুপির তালিকায় রশিদ খান রয়েছেন তিন নম্বরে। রশিদও ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন। তবে রান কিছুটা বেশি দিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৮.০৫।
9/10পিযূষ চাওলা চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ২ উইকেট নিয়ে শামি, রশিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ১০ ম্যাচে তাঁর মোট উইকেটসংখ্যা ১৭। তিনি রয়েছেন বেগুনি টুপির তালিকায় চারে। সেরা পারফম্যান্স ২২/৩। ইকোনমি রেট ৭.১৭।
10/10আর্শদীপ সিং মোট ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে বেগুনি টুপির তালিকায় রয়েছেন পাঁচে। সেরা পারফরম্যান্স ২৯/৪। ইকোনমি রেট ৭.৩৮।