শনিবার ডাবল হেডারের ম্যাচের পর পয়েন্ট টেবলে গুরুত্বপূর্ণ রদবদল হল। এ দিন প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সিএসকে ১৪০ রান তাড়া করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়। আর মুম্বইকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে উঠে আসল সিএসকে। লখনউ সুপার জায়ান্টস নেমে গেল তিনে। মুম্বই অবশ্য ছয়ে থাকলেও ১০ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে চাপে পড়ে গিয়েছে।
আরও পড়ুন: খারাপ বোলিং, ম্যাক্সওয়েলকে তিনে নামানো- দিল্লির কাছে হেরে শুধুই কপাল চাপড়ালেন ফ্যাফ
এ দিনের পরের ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। আরসিবি আবার এই ম্যাচ ৭ উইকেটে হেরে বসে থাকে। ১৮২ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি। সেই সঙ্গে তারা লাস্টবয়ের তকমা মুছে নয়ে উঠে এল। এই মুহূর্তে দিল্লি কেকেআর-এর ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। দিল্লির সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকার কারণে নাইটরা রয়েছে লিগ টেবলের আটে। আর দশে নেমে গেল সানরাইজার্স হায়দরাবাদ। আরসিবি পাঁচে থেকে গেলেও তারা ১ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে বসে থাকল। সেই সঙ্গে নিজেদের প্লে-অফে ওঠার লড়াইটা কঠিন করল।
আরও পড়ুন: এখনও স্বস্তিতে নেই, এক-দু'টি দল এখনও ঘাড়ের উপর রয়েছে- জিতেও চিন্তায় ডুবে ধোনি
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১০, জয়: ৭, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: ০.৭৫২
২) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১১, জয়: ৬, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১৩, নেট রানরেট: ০.৪০৯
৩) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১১, নেট রানরেট: ০.৬৩৯
৪) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: ০.৪৪৮
৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.২০৯
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৫৪
৭) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১০, জয়: ৫, পরাজয়: ৫, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৪৭২
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.১০৩
৯) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১০, জয়: ৪, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৫২৯
১০) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৯, জয়: ৩, পরাজয়: ৬, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.৫৪০