বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: শোচনীয় ফলাফলের জন্য ভাগ্যকেই দুষছেন গুরবাজ, ভাবের ঘরে চুরি করছে KKR?

IPL 2023: শোচনীয় ফলাফলের জন্য ভাগ্যকেই দুষছেন গুরবাজ, ভাবের ঘরে চুরি করছে KKR?

রহমানুল্লা গুরবাজ।

আফগান তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ মনে করেন, চলতি মরশুমে বেশ কিছু কঠিন অথচ গুরুত্বপূর্ণ মুহূর্ত কেকেআরের পক্ষে যায়নি। আর সেই কারণেই শেষ পর্যন্ত চাপে রয়েছে দল। এই মুহূর্তগুলো কেকেআরের পক্ষে গেলে ফলাফল অন্য রকম হতে পারত বলেই তাঁর মত।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স প্লে অফে আদৌও যাবে কিনা, তা এখন ও নিশ্চিত নয়। কোয়ালিফিকেশনের বিষয়টা পুরোটা তাদের হাতেও নেই‌। নিজেদের শেষ ম্যাচে তারা জিতলেও, তাদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ফলাফলের উপর। এমন আবহে এই মরশুমে কেকেআর দলের জন্য যে কটি পজিটিভ দিক ছিল, তার মধ্যে অন্যতম তাদের আফগানিস্তানের কিপার ব্যাটার রহমানুল্লা গুরবাজের পারফরম্যান্স। ২১ বছর বয়সি এই তরুণ এই মরশুমে ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। যার মধ্যে অন্যতম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঝোড়ো ৮১ রানের ইনিংস। আফগান এই তারকা ক্রিকেটার মনে করেন, চলতি মরশুমে বেশ কিছু কঠিন অথচ গুরুত্বপূর্ণ মুহূর্ত কেকেআরের পক্ষে যায়নি। আর সেই কারণেই শেষ পর্যন্ত চাপে রয়েছে দল। এই মুহূর্তগুলো কেকেআরের পক্ষে গেলে ফলাফল অন্য রকম হতে পারত বলেই তাঁর মত।

আরও পড়ুন: জিততেই হবে, জ্বলে উঠলেন ফ্যাফ-কোহলি, ঘরের বাইরে সবচেয়ে বড় রান তাড়া করার নজির গড়ল RCB

প্রসঙ্গত চলতি আইপিএলে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কেকেআর। এই ম্যাচ জিতলে তবেই চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা পাওয়ার সুযোগ থাকবে কেকেআরের সামনে। কেকেআরের প্লে অফ ভাগ্য এই মুহূর্তে দোদুল্যমান। আর এই বিষয়টি নিয়েই কেকেআরের ওপেনার গুরবাজের মত, ভাগ্য সহায় থাকলে এখন পয়েন্ট টেবিলের চিত্রটাই পাল্টে যেত। শনিবার ম্যাচের জন্য বৃহস্পতিবার প্রস্তুতিতে নামার কথা ছিল কেকেআর-এর। এদিন বিকেলে ইডেন গার্ডেন্সে কেকেআরের দল এসে উপস্থিতও হয় অনুশীলনের জন্য। কিন্তু ঝড়-বৃষ্টির কারণে তারা অনুশীলন করতে পারেনি।একপ্রকার বাধ্য হয়েই হোটেলে ফিরে যায় দল।

আরও পড়ুন: খুব বেশি অভিনব শট খেলি না.. টেকনিক ঠিক রাখতে হবে- IPL-এর মাঝেই WTC ফাইনালের ভাবনায় ডুবে কোহলি

এ দিন যাওয়ার আগে ইডেনে উপস্থিত সাংবাদিকদের আফগান তারকা গুরবাজ বলেন, ‘কেকেআর এমন কিছু ম্যাচ হেরেছে, যা আমাদের হারার কথাই ছিল না। ওই ম্যাচগুলো আমরা জিততেও পারতাম। ওই ম্যাচগুলোতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাগ্য আমাদের সহায় হয়নি। তবে আমি এটা বলতে পারি, এখনও আমাদের সুযোগ রয়েছে প্লে অফের। শেষ ম্যাচে ভালো রান রেট নিয়ে আমরা জিততে মুখিয়ে রয়েছি। পরবর্তী পর্বে যেতেও পারি। যদি নাও পারি, আশা করব সমর্থকেরা হতাশ হবেন না। এবার যদি কোন কারণে নাও পারি, তা হলেও পরের বার নিশ্চয়ই আমরা প্লে অফের যোগ্যতা অর্জন করব। এখনই আশাহত হচ্ছি না। দলের আত্মবিশ্বাস বজায় রয়েছে। শেষ ম্যাচে ভালো ভাবে জিততে মরিয়া চেষ্টা করব।’

বন্ধ করুন