বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs RCB: দেশি কোচের ঘরোয়া টোটকা! কত সহজে RCB-র দুর্বলতা খুজে দেন পণ্ডিত, বোঝা গেল রানার কথায়

KKR vs RCB: দেশি কোচের ঘরোয়া টোটকা! কত সহজে RCB-র দুর্বলতা খুজে দেন পণ্ডিত, বোঝা গেল রানার কথায়

নীতিশ রানা। ছবি- বিসিসিআই।

Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore: ২০০ রান তাড়া করে ম্যাচ জেতার মতো রসদ ছিল আরসিবির হাতে। তবে কোন মন্ত্রে ইডেনে বাজিমাত করে কেকেআর, জানা গেল নীতিশ রানার কথায়।

ভারতের ঘরোয়া লিগ। বিদেশিরা লাল চেরির কাজ করলেও ভারতীয় ক্রিকেটাররাই যে আসল ক্রিম, সেটা এতদিনে বুঝে গিয়েছে ক্রিকেটমহল। তবু আইপিএলে বিদেশি কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ক্যাপ্টেনদেরও ছড়ি ঘোরাতে দেখা যায় বেশিরভাগ সময়।

চলতি আইপিএলেই ১০ দলের মধ্যে ৭টি দলের হেড কোচ বিদেশি। কেবল আরসিবি, গুজরাট ও কেকেআর ভারতীয় হেড কোচে আস্থা রেখেছে। দিল্লি, হায়দরাবাদ ও আরসিবির ক্যাপ্টেনও বিদেশি। গুজরাট ছাড়া কেবল কেকেআরেরে কোচ-ক্যাপ্টেন জুটি নিখাদ ভারতীয়। বলাবাহুল্য টুর্নামেন্টের সব থেকে লো-প্রোফাইল কোচ-ক্যাপ্টেন এই মুহূর্তে নাইট রাইডার্সেরই।

এমন দেশি কোচের ঘরোয়া টোটকাই কীভাবে কেকেআরের ঘরোয়া ক্যাপ্টেনকে হদিশ দিল আরসিবির মতো হাই-প্রোফাইল দলের দুর্বলতার, সেটা বোঝা যায় ইডেনেই। একে তো নিন্দুকদের মুখে ঝামা ঘষে কলকাতা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ২০০ রানের গণ্ডি টপকে যায়। তার উপর আরসিবির তারকাখচিত ব্যাটিং লাইনআপকে মাত্র ১২৩ রানে আটকে রেখে বিশাল ব্যবধানে ম্যাচ জেতে কেকেআর।

আরও পড়ুন:- KKR vs RCB: 'সবাই শার্দুলের কথা বলছে, তবে ওর কৃতিত্বও কম নয়', ক্যাপ্টেন নীতিশ রানার কুর্নিশ ম্যাচের নিঃশব্দ নায়ককে

ম্যাচের শেষে নাইট অধিনায়ক নীতিশ রানা জানান নিজেদের মাস্টারস্ট্রোকের কথা। জানিয়ে দেন, কীভাবে ব্যাঙ্গালোরের মহারথীদের আটকে রাখলেন সস্তায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানা বলেন, ‘আরসিবির ব্যাটসম্যানরা গতি পছন্দ করে। তাই আমাদের পরিকল্পনা ছিল মাঝের ওভারে ওদের গতি উপহার দেব না। স্লো বোলারদের দিয়ে বল করানোর পরিকল্পনা ছিল, যা যথাযথ কাজে লাগে।’

আইপিএল ২০২৩-এর যাবতীয় আপডেটের জন্য ক্লিক করুন এখানে

সুতরাং, নাইট কোচ তথা টিম ম্যানেজমেন্টের সাদামাটা সিদ্ধান্তই ইডেনে বড় জয় এনে দেয় কেকেআরকে। যদিও পরিকল্পনা কতটা যথাযথ, তা বুঝে নিতে অসুবিধা হয় না। আইপিএলের মঞ্চে চার-ছক্কা হাঁকানোই ক্রিকেটারদের প্রাথমিক লক্ষ্য হয়। তার উপর ২০০-র বেশি রান তাড়া করতে নামলে বড় শট নেওয়া ছাড়া উপায়ও থাকে না। ভারতীয় পিচে বিগ হিটারদের আটকে রাখতে স্লো বোলিংকে হাতিয়ার করা হয় ‘যুগ যুগ’ ধরে। সেই চেনা ফাঁদেই পা দেন ডু'প্লেসি-ম্যাক্সওয়েলরা।

আরও পড়ুন:- KKR vs RCB: রুদ্রমূর্তির শার্দুল থেকে রহস্যে ঢাকা বরুণ, দেওয়ালে পিঠ ঠেকার পরে পালটা লড়াইয়ে কেকেআরকে ম্যাচ জেতালেন যাঁরা

বৃহস্পতিবার ইডেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রান তোলে। শার্দুল ঠাকুর ৬৮, রহমানউল্লাহ গুরবাজ ৫৭ ও রিঙ্কু সিং ৪৬ রান করেন। পালটা ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৭.৪ ওভারে ১২৩ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে কেকেআর। একাই ৪টি উইকেট নেন বরুণ চক্রবর্তী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI মমতাকে লেখা জহরের বিস্ফোরক চিঠির 'পয়েন্টের' সঙ্গে সহমত কুণালও! তবে কি এবার… দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.