ভারতের ঘরোয়া লিগ। বিদেশিরা লাল চেরির কাজ করলেও ভারতীয় ক্রিকেটাররাই যে আসল ক্রিম, সেটা এতদিনে বুঝে গিয়েছে ক্রিকেটমহল। তবু আইপিএলে বিদেশি কোচ, সাপোর্ট স্টাফ, এমনকি ক্যাপ্টেনদেরও ছড়ি ঘোরাতে দেখা যায় বেশিরভাগ সময়।
চলতি আইপিএলেই ১০ দলের মধ্যে ৭টি দলের হেড কোচ বিদেশি। কেবল আরসিবি, গুজরাট ও কেকেআর ভারতীয় হেড কোচে আস্থা রেখেছে। দিল্লি, হায়দরাবাদ ও আরসিবির ক্যাপ্টেনও বিদেশি। গুজরাট ছাড়া কেবল কেকেআরেরে কোচ-ক্যাপ্টেন জুটি নিখাদ ভারতীয়। বলাবাহুল্য টুর্নামেন্টের সব থেকে লো-প্রোফাইল কোচ-ক্যাপ্টেন এই মুহূর্তে নাইট রাইডার্সেরই।
এমন দেশি কোচের ঘরোয়া টোটকাই কীভাবে কেকেআরের ঘরোয়া ক্যাপ্টেনকে হদিশ দিল আরসিবির মতো হাই-প্রোফাইল দলের দুর্বলতার, সেটা বোঝা যায় ইডেনেই। একে তো নিন্দুকদের মুখে ঝামা ঘষে কলকাতা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ২০০ রানের গণ্ডি টপকে যায়। তার উপর আরসিবির তারকাখচিত ব্যাটিং লাইনআপকে মাত্র ১২৩ রানে আটকে রেখে বিশাল ব্যবধানে ম্যাচ জেতে কেকেআর।
ম্যাচের শেষে নাইট অধিনায়ক নীতিশ রানা জানান নিজেদের মাস্টারস্ট্রোকের কথা। জানিয়ে দেন, কীভাবে ব্যাঙ্গালোরের মহারথীদের আটকে রাখলেন সস্তায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানা বলেন, ‘আরসিবির ব্যাটসম্যানরা গতি পছন্দ করে। তাই আমাদের পরিকল্পনা ছিল মাঝের ওভারে ওদের গতি উপহার দেব না। স্লো বোলারদের দিয়ে বল করানোর পরিকল্পনা ছিল, যা যথাযথ কাজে লাগে।’
আইপিএল ২০২৩-এর যাবতীয় আপডেটের জন্য ক্লিক করুন এখানে
সুতরাং, নাইট কোচ তথা টিম ম্যানেজমেন্টের সাদামাটা সিদ্ধান্তই ইডেনে বড় জয় এনে দেয় কেকেআরকে। যদিও পরিকল্পনা কতটা যথাযথ, তা বুঝে নিতে অসুবিধা হয় না। আইপিএলের মঞ্চে চার-ছক্কা হাঁকানোই ক্রিকেটারদের প্রাথমিক লক্ষ্য হয়। তার উপর ২০০-র বেশি রান তাড়া করতে নামলে বড় শট নেওয়া ছাড়া উপায়ও থাকে না। ভারতীয় পিচে বিগ হিটারদের আটকে রাখতে স্লো বোলিংকে হাতিয়ার করা হয় ‘যুগ যুগ’ ধরে। সেই চেনা ফাঁদেই পা দেন ডু'প্লেসি-ম্যাক্সওয়েলরা।
বৃহস্পতিবার ইডেনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রান তোলে। শার্দুল ঠাকুর ৬৮, রহমানউল্লাহ গুরবাজ ৫৭ ও রিঙ্কু সিং ৪৬ রান করেন। পালটা ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৭.৪ ওভারে ১২৩ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে কেকেআর। একাই ৪টি উইকেট নেন বরুণ চক্রবর্তী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।