বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: প্লে-অফের ম্যাচ বৃষ্টিতে ভাসলে সবচেয়ে বেশি সুবিধে পাবে কোন দল?

IPL 2023: প্লে-অফের ম্যাচ বৃষ্টিতে ভাসলে সবচেয়ে বেশি সুবিধে পাবে কোন দল?

প্লে-অফের ম্যাচ বৃষ্টি ভাসলে কী হবে?

২০২৩ আইপিএলের প্লে-অফের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। যদি প্লে-অফের কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, সে ক্ষেত্রে কী হবে? আপাতত আইপিএলের প্লে-অফের জন্য কোনও রিজার্ভ ডে রাখা নেই।

২০২৩ আইপিএলের প্লেঅফে প্রতি বারের মতো এ বারও চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে- কোয়ালিফায়ার ১, এলিমিনেটর, কোয়ালিফায়ার ২ এবং তার পরে ফাইনাল। গুজরাট টাইটান্স (২০ পয়েন্ট) লিগ টেবলের শীর্ষে রয়েছে। চেন্নাই সুপার কিংস (১৭ পয়েন্ট), লখনউ সুপার জায়ান্টস (১৭ পয়েন্ট) এবং মুম্বই ইন্ডিয়ান্স (১৬ পয়েন্ট) যথাক্রমে দুই, তিন এবং চারে রয়েছে।

রাউন্ড-রবিন পর্বের পর শীর্ষ দু'টি দল অর্থাৎ গুজরাট এবং চেন্নাই মঙ্গলবার (২৩ মে) কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি হতে চলেছে। এবং তার পরে এলিমিনেটর হবে, যেখানে বুধবার (২৪ মে) তৃতীয় স্থানে থাকা লখনউ এবং চতুর্থ স্থানে থাকা মুম্বই মুখোমুখি হবে। দু'টি ম্যাচই হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

আরও পড়ুন: একই দিনে সেঞ্চুরি, শুভমনের প্রশংসায় টুইট সৌরভের, কোহলির উল্লেখই নেই, দাদাকে ধুইয়ে দিল নেটপাড়া

কোয়ালিফায়ার ওয়ানের বিজয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে, যা রবিবার (২৮ মে) আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দল শুক্রবার (২৬ মে) কোয়ালিফায়ার টু-এ এলিমিনেটর ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

লিগ পর্বে মাত্র দু'টি ম্যাচে আবহাওয়া খারাপ ছিল। গত সপ্তাহে দেশের বেশির ভাগ জায়গাতেই বৃষ্টি হয়েছে। এবং এটি ২০২৩ আইপিএলের প্লে-অফের ম্যাচে প্রভাব ফেলতে পারে বলে অনেকে মনে করছেন।

তবে পূর্বাভাস বলছে, প্লে অফ ম্যাচের সময়ে চেন্নাই এবং আমদাবাদে রৌদ্রোজ্জ্বল দিন সহ পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই। তবে কোনও কারণে যদি বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, তবে কী হবে?

আরও পড়ুন: লড়াই হবে সেয়ানে সেয়ানে, তবে খাতায়-কলমে এক চুল এগিয়ে টাইটান্স

লিগ পর্বে আইপিএলের খেলার শর্ত অনুসারে, উভয় দল ডিএসএল নিয়ম মেনে, ম্যাচের ফলাফলের জন্য ন্যূনতম ৫ ওভার করে ম্যাচ খেলতে পারত। তা না হলে, ম্যাচ পুরো ভেসে গেলে দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি হওয়ার নিয়ম ছিল। তবে পয়েন্ট ভাগাভাগির নিয়ম খাটবে না প্লে-অফে। তা হলে কী করা হবে ?

২০২৩ আইপিএলের প্লে-অফের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি। যদি কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তবে ডিএলএসের নিয়ম মেনে নূন্যতম পাঁচ ওভার করে খেলা হতে পারে। সেটা করা সম্ভব না হলে, বিজয়ী নির্ধারণের জন্য একটি সুপার ওভার খেলা হতে পারে। যদি সুপার ওভারও করা সম্ভব না হয়, পয়েন্ট টেবলে যে দল এগিয়ে ছিল, তাকে সেই নির্দিষ্ট ম্যাচের বিজয়ী ঘোষণা করা হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.