শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএল শুরুর পর থেকেই বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেটের ছবিটা। একের পর এক প্রতিভাবান ক্রিকেটার এই মঞ্চ থেকে উঠে এসে সিনিয়র ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেটের পরিকাঠামোগত উন্নয়নও সম্ভব হয়েছে আইপিএলের হাত ধরে। বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে বিসিসিআই। যা রাজ্য সংস্থাগুলোর মধ্যে দিয়ে গিয়ে আখেরে ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধন করেছে। সে কথা কার্যত বকলমে যেন মেনে নিলেন প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।
আরও পড়ুন… WTC ফাইনালের আগে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া? ওভালের বাইশ গজে ভারতীয় পিচের গন্ধ পাচ্ছেন স্মিথ
রামিজ রাজার মতে এতবড় ইভেন্ট (আইপিএল ২০২৩) তিনি আগে দেখেননি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন এবারের আইপিএল অর্থাৎ আইপিএলের ১৬ তম মরশুমকে মানুষ মনে রাখবে চিরকাল মহেন্দ্র সিং ধোনির জন্য। তবে রামিজ রাজা ধোনির প্রশংসা করার পাশাপাশি শুভমন গিল, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জসওয়ালের অনবদ্য পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন। প্রসঙ্গত এই চার তরুণ ভারতীয় ব্যাটার ১৬ তম আইপিএলে স্বপ্নের ফর্মে ব্যাটিং করেছেন। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ভারতীয় দলের বড় ভরসা হতে চলেছেন এই চার ব্যাটার।
আরও পড়ুন… WTC ফাইনালে জার্সি স্পনসর ছাড়াই মাঠে নামবে টিম ইন্ডিয়া!
নিজের ইউটিউব চ্যানেলে রামিজ রাজা বলেন, ‘এই আইপিএল সবাই মনে রাখবে হলুদ রঙটার জন্য (সিএসকের)। এম এস ধোনির জন্য। তার সবথেকে বড় কারণ ধোনির নম্রতা। ওঁকে ঘিরে মানুষের উন্মাদনা, ওঁর অধিনায়কত্ব, ওঁর ধীর-স্থিরতা, ওঁর কিপিং চিরজীবন মনে থাকবে। এতবড় একটা ইভেন্ট আমি এর আগে দেখিনি। এই আইপিএল আরও মনে থাকবে কিংবদন্তি সুনীল গাভাসকরের নিজের শার্টে ধোনির অটোগ্রাফ নেওয়ার কারণে। এর থেকে বড় প্রশংসা ধোনি আর কিই বা পেতে পারেন! এই আইপিএল মনে থাকবে তরুণ ভারতীয় প্রতিভাবান ব্যাটারদের জন্য। মনে থাকবে শুভমন গিল, রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জসওয়ালের অনবদ্য ব্যাটিংয়ের জন্য। এরা এক একজন বড় তারকা হয়ে উঠবে। যারা প্রতিবার রাঙিয়ে তুলবে ভারতের প্রতিটি ক্রিকেট মাঠকে। মরশুমকে সকলে মনে রাখবে যেখানে অনেক বড় নামকে ডাগ আউটে বসে কাটাতে হয়েছে, আবার ছোট ছোট দেশ থেকে উঠে এসে অনবদ্য পারফরম্যান্স করার পিছনে। ডাগ আউটে সেরার সেরা কোচিং স্টাফ থাকলেও কিন্তু তার কোন পারফরম্যান্স গ্যারান্টি নেই। এই আইপিএলকে মনে রাখা হবে তার সমর্থকদের জন্য, অনবদ্য কিছু শট খেলার জন্য। এই আইপিএল মনে থাকবে গুজরাট টাইটানসের বোলিং পারফরম্যান্স বিশেষ করে লেগ স্পিন বোলিং পারফরম্যান্সের কারণে। সবমিলিয়ে বলতে গেলে আমি এতবড় ইভেন্ট দীর্ঘদিন দেখিনি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।